চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে দোহার আল বায়াত স্টেডিয়ামে ২২ তম বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের সূচনা হল। নির্ধারিত সময়ের কিছুটা পরেই শুরু হয় অনুষ্ঠান। পারফর্ম করলেন বিটিএস তারকা জংকুক। তাঁর সঙ্গেই এলেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। মঞ্চে সঞ্চালনার দায়িত্বে দেখা গেল মর্গ্যান ফ্রিকম্যানকে। তাঁর সঙ্গে মঞ্চে প্রবেশ করে কাতারের বিশেষ ভাবে সক্ষম ঘানেম আল-মুফতাহ।
অনুষ্ঠানের মঞ্চে হাজির ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, আগের বিশ্বকাপ গুলোর 'থিম সং' ফিরে ফিরে এল সূচনা পর্বে। আগের বারের বিশ্বকাপে যে সব ম্যাসকট ছিল, তাদেরকেও একে একে হাজির করানো হল। এ বারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দেশের পতাকা নিয়ে বিশেষ প্রদর্শনী দেখা গেল উদ্বোধনী অনুষ্ঠানে। স্টেজের মধ্যে একে একে এসে উপস্থিত হল প্রতিটি দেশের জার্সিও। কাতার বিশ্বকাপের ম্যাসকট লা'ইবের মহাযজ্ঞের সূচনা পর্বে ঘুরে বেড়ায় মাঠ জুড়ে।
আল বায়াত স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই ভিড় জমতে শুরু করেছিল। দোহার আল বিদ্দা পার্কে ৪০ হাজারেরও বেশি মানুষ উপভোগ করলেন উদ্বোধনী অনুষ্ঠান। ছিল আতশবাজি প্রদর্শনী। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক থাকলেও, উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হল ঐক্যের বার্তা। ফুটবলই যে দুনিয়াকে এক করতে পারে, বারে বারে উঠে এল এই বার্তা।
অন্যদিকে মাঠে বল গড়ানোর আগেই এল দুঃসংবাদ। শনিবার অনুশীলন করার সময় থাইয়ে গুরুতর চোট পেয়ে ছিটকে গেলেন করিম বেঞ্জিমা। চোটের জন্য তিনি সরে দাঁড়ালেন বিশ্ব ফুটবল প্রতিযোগিতা থেকে। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বড় ভরসা ছিলেন তিনি। দলের স্বার্থেই নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নিলেন ফরাসি স্ট্রাইকার।
শনিবারই বেঞ্জিমার এমআরআই করা হয়েছে। মাঠে ফিরতে তাঁর অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। ফ্রান্সের ফুটবল সংস্থা সরকারি ভাবে বেঞ্জিমার ছিটকে যাওয়ার কথা জানিয়েছে। অনুশীলনের সময় বাঁ পায়ের থাইয়ে চোট পান বেঞ্জিমা। মাঠে যন্ত্রণা শুরু হয় তাঁর। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করা হয় এমআরআই। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ‘ফেমোরাল রেকটাস ইনজুরি’ হয়েছে। এই চোট নিয়ে খেলা সম্ভব নয়। এবছরের ব্যালন ডি'অর বিজেতা বেঞ্জিমা। ১৯৮২ থেকে যারা ব্যালন ডি'অর পেয়েছেন তাদের মধ্যে এই প্রথম কেউ যিনি বিশ্বকাপ খেলতে পারছেন না। শেষ বিশ্বকাপে ফ্রান্সের দলে জায়গা হয়নি বেঞ্জিমার। এবারও তার ছিটকে যাওয়ায় হতাশ ফ্রান্স শিবির। ফুটবল প্রেমী। তিনি নিজেও। চলতি মরসুমে দারুণ ছন্দে ছিলেন বেঞ্জিমা।
এই নিয়ে তৃতীয় বিশ্বকাপ লড়াই থেকে ছিটকে গিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ৩৪ বছরের বেঞ্জিমা। সম্ভবত এটাই ছিল তাঁর শেষ বিশ্বকাপ। তিনি বলেছেন, 'দল যাতে বিশ্বকাপে ভাল কিছু করতে পারে, তাই নিজেই জায়গা ছেড়ে দেওয়ার কথা ভেবেছি। আমার জায়গায় অন্য কেউ এলে দলকে সাহায্য করতে পারবে। কঠিন সময়ে পাশে থাকার জন্য এবং সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ।’
২০১৮-র চ্যাম্পিয়ন ফ্রান্স খেতাব ধরে রাখার পথে একের পর এক বাধার সম্মুখীন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে একের পর এক চোট নিয়ে জর্জরিত তারা। এনগোলো কান্তে, পল পোগবার মতো তারকারা আগেই ছিটকে গিয়েছিলেন। স্কোয়াডেই রাখা হয়নি তাদের। কাতারে পৌঁছেও শুরুতেই হতাশা ঘিরে ধরেছিল। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ডিফেন্ডার প্রেসনেল কিম্বেম্বে। এবার আক্রমণভাগের মূল কারিগরের ছিটকে যাওয়ায় হতাশ ফ্রান্সের কোচ দিদিয়েল দেশঁ বলেছেন, ‘খুবই হতাশজনক ঘটনা। ওকে না পাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। বেঞ্জিমা খুব ভাল ছন্দে ছিল। দারুণ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ওকে। এ বারের বিশ্বকাপে ভাল কিছু করতে মুখিয়ে ছিল। আমাদের পরিকল্পনা ধাক্কা খেল।’
রিয়াল মাদ্রিদ স্ট্রাকারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অ্যান্টনি মার্শাল। অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেডের লেফ্ট উইঙ্গার। তিনি ও করিম বেঞ্জিমা দুজনেই ২০২১ ইউয়েফা নেশনস লিগের বিজয়ী দলের সদস্য ছিলেন।
শুধু ফ্রান্সের স্ট্রাইকার করিম বেঞ্জিমার নন। রবিবার ফিফা র্যাঙ্কিং-এর দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু নিয়মিত হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কমপক্ষে প্রথম দুটি ম্যাচ থেকে বাদ পড়েছেন। কাতারে আসার পর থেকে লুকাকু রেড ডেভিলদের প্রশিক্ষণ সেশনে অংশ নেননি বলে জানা গেছে। প্রশ্ন জাগে যে লুকাকু ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট ছিল কিনা। কোচ রবার্তো মার্টিনেজ ২৯ বছর বয়সী তারকা ফরোয়ার্ডকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা সত্ত্বেও দলে নিয়েছিলেন বলে গুজব রয়েছে। ১০২ খেলায় ৬৮ গোল করে বেলজিয়ামের সর্বাধিক গোলদাতা লুকাকু।
অন্যদিকে গতকালের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতারকে ২-০ হারালো ইকুয়েডার। জোড়া গোল করেন ইকুয়েডর অধিনায়ক এনর ভ্যালেন্সিয়া। তাঁর করা এবারের বিশ্বকাপের প্রথম গোল আসে পেনাল্টি থেকে।
আজকে মাঠে নামছে ইংল্যান্ড ও নেদারল্যান্ড। ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন হ্যারিকেন। আজ প্রথম ম্যাচে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ইরানের। এই নিয়ে ষষ্ঠবার তারা বিশ্বকাপে নামতে চলেছে। কিন্তু আগে পাঁচ বারের একবারও তারা গ্ৰুপ স্টেজ টপকাতে পারেনি। খেলা শুরু সন্ধ্যা ৬.৩০ এ (ভারতীয় সময়)।
দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিরুদ্ধে নামছে কমলা বাহিনী। ১৯৭৪, ১৯৯৮ ও ২০১০ সালের রানার আপ ডাচরা কি পারবে কাতার বিশ্বকাপে 'চোকার্স' তকমা ঝেড়ে ফেলতে? সেটার দিকেও নজর থাকবে এবছর। খেলা শুরু সন্ধ্যা ৯.৩০ এ (ভারতীয় সময়)।
কালকের শেষ ম্যাচে মুখোমুখি হবে গ্যারেথ বেলের ওয়ালস এবং খ্রিস্টান পুলিসিকের আমেরিকা। প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল বর্তমানে আমেরিকার ক্লাব লস এঞ্জেলেস এফসিতে খেলেন। খেলা শুরু রাত ১২.৩০ এ (ভারতীয় সময়)।