প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু। ৪-৩ পয়েন্টে মুম্বই রকেটস-কে হারিয়ে প্রিমিয়ার লিগে জয় জয়কার ব্যেঙ্গালুরুর। টানা ৮টি ম্যাচ জিতে অধিনায়ক কিদাম্বি শ্রীকান্ত এই প্রথমবার বেঙ্গালুরুকে পিবিএলে চ্যাম্পিয়ন করল। তবে বেশ কয়েকবার জেতার মতো জায়গায় চলে গিয়েছিল মুম্বই। তার ওপর মুম্বই টিমটি দ্বিতীয় সেমিফাইনালে হায়দ্রাবাদকে হারিয়েই ফাইনালে উঠেছিল। তাই পিবিএল ফাইনাল ছিল বেশ উত্তেজনার ম্যাচ। প্রথম ম্যাচে মুম্বাই মিক্সড ডাবলস জিতে ২-০ স্কোরে এগিয়ে যান। ব্যাঙ্গালুরুর হয়ে ব্যবধান কমান শ্রীকান্ত। শনিবার ফাইনালে ওঠার পর বছর ২১ এর ড্যানিস তারকা বলেছিলেন, লীগ ম্যাচে শ্রীকান্তদের কাছে হেরে তারা ফাইনালে তার বদলা নেবেই। কিন্তু ড্যানিস তরুনের সেই কথাকে উড়িয়ে দিয়ে তাদের হেলায় হারান শ্রীকান্ত। শেষ পর্যন্ত তৃতীয় গেমে সমীর ১৫-৩ যেতায় স্কোর দাঁড়ায় ৩-৩। এর পর-ই শেষ ম্যাচের খেলা। পুরুষদের ডাবলসের লড়াইয়ে বেঙ্গালুরুর মহম্মদ এহসান এবং হেন্দ্রা সেটিয়াওয়ানের জুটি মুখোমুখি হন মুম্বইয়ের লি ডায়ে ইয়ং ও কিম জং জির সঙ্গে। সেক্ষেত্রে বেঙ্গালুরু সহজেই মুম্বইকে হারিয়ে খেতাব নিশ্চিত করে ফেলে। তারপর সেই প্রতীক্ষিত মুহূর্ত ভেসে ওঠে স্টেডিয়াম জুড়ে। জাতীয় কোচ গোপীচন্দের হাত থেকে প্রথমবার শ্রীকান্তদের পিবিএল চ্যাম্পিয়নের ট্রফি নেওয়ার ছবি। অন্যদিকে রানার্সের হ্যাটট্রিকের ছবিটা যেন মুম্বইয়ের বড্ড পরিচিত হয়ে গেল।