কম খরচে করোনা কিট বানাল বেঙ্গালুরুর সংস্থা

কম খরচে করোনা কিট বানাল বেঙ্গালুরুর সংস্থা

এখন ঘরে বসেই করা যাবে করোনা টেস্ট। 'বাই ওয়ান' নামে বেঙ্গালুরুর একটি জেনেরিক মাইক্রোবায়েম টেস্টিং ফার্ম একটি স্ক্রিনিং কিট তৈরি করেছে। স্বল্প মূল্যের ওই কিট দিয়ে বাড়িতে বসে খুব সহজেই করোনা সংক্রমন ঘটেছে কি জানা সম্ভব। পরীক্ষাতেও বিশেষ জটিলতা নেই। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটি হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর কিটের মধ্যে থাকা যন্ত্র দিয়ে এক দু ফোঁটা রক্ত একটি আঙুল থেকে বের করে করতে হবে। কার্ট্রিজের উপর এক ফোঁটা রক্ত লাগিয়ে তা মেশিনে ঢুকিয়ে দিতে হবে। ৫-১০ মিনিটের মধ্যে করোনা সংক্রমন ঘটেছে কিনা তা জানিয়ে দেবে এই কিট। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ কিট টিকে ছাড় পত্রও দিয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...