বড়দিনে আজ মুখোমুখি এটিকে-বেঙ্গালুরু

যুবভারতীতে আজ আইএসএলের দুই বনাম তিনের লড়াই। দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই দেখা যাবে।

ম্যাচে পাঁচ রক্ষণ নিয়ে নামতে চলেছে হাবাস। সুনীলকে নিয়ে শুধু নয় পুরো বেঙ্গালুরু দল নিয়েই ভাবছেন তিনি। উল্টো দিকে বেঙ্গালুরু কোচ কার্লোস ভাবছেন রয়-উইলিয়ামস জুটিকে আটকানোর ছক। তাঁর মতে এই দুই জুটি এক সাথে অস্ট্রেলিয়ান লিগে খেলেছে। তাই ওদের নিয়ে আলাদা পরিকল্পনা করা হয়েছে। তবে আমার রক্ষন এখনও অবধি ৫টি গোল খেয়েছে যা খুবই স্বস্তিদায়ক। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে এটিকের রেকর্ড একেবারেই ভাল নয়। নিজেদের ঘরের মাঠে এটিকের লক্ষ্য থাকবে অবশ্যই তা পরিবর্তন করা।

এটিকে বনাম বেঙ্গালুরু ম্যাচের আজকে প্রধান আকর্ষণ অবশ্যই কলকাতার জামাই সুনীল ছেত্রি। তিনি এই মরসুমে এখনও অবধি আইএসএলে ৫ গোল করে ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছে। দেখা যাবে আন্তোনিয়ো লোপেস হাবাস এবং কার্লোস কুয়াদ্রাতের স্প্যানিশ মগজাস্ত্রের লড়াই। যা বড় ম্যাচের আবহকে মনে করিয়ে দিচ্ছে। কার্লোস চিন্তিত এটিকের দুই অস্ট্রেলিয়ান জুটি রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে নিয়ে। রয় কৃষ্ণ এখনও অবধি ৮ গোল ও উইলিয়ামস ৫ গোল করে ফেলেছে এই আইএসএলে। বেঙ্গালুরুর প্রধান শক্তি অবশ্যই তাঁদের রক্ষনভাগ। অপরদিকে রক্ষন নিয়ে চিন্তায় রয়েছেন এটিকে কোচ হাবাস। আজ যেই দল জিতবে তাঁদের সামনে সুযোগ থাকবে লিগ শীর্ষে ওঠার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...