সোমবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএলের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোলশূণ্য ড্র করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। বৃষ্টিমুখরিত স্টেডিয়ামে প্রতিনিয়ত সমস্যায় পড়তে দেখা গেছে দুই প্রতিপক্ষের স্ট্রাইকারদের। তাছাড়া গোল করার অনেক সুযোগ আসলেও, কার্যকারী ভূমিকা পালন করতে পারেনি সুনীল ছেত্রীরা। প্রথমার্ধে ৪-৩-৩ ফরমেশনে খেলতে নেমে এক কথায় বলাই যায় যে প্রথমার্ধে বেশ জাঁকিয়ে বসেছিল বেঙ্গালুরু এফসি, প্রতিনিয়ত আক্রমণ করে ব্যতিব্যস্ত করে তুলছিল নর্থ ইস্ট ডিফেন্স কে। প্রথমার্ধের ২১ মিনিটের মাথায় নর্থ ইস্টের উরুগুয়ান ফরওয়ার্ড মার্টিন চেভসের দৌলতে সুযোগ পায় তারা, কিন্তু বেঙ্গালুরু দুর্গে অটল থাকা গুরপ্রিত সিং-এর কাছে প্রতিহত হয় নর্থিস্টের আক্রমণ। ৪৩ মিনিটের মাথায় সুযোগ এসেছিল বেঙ্গালুরুর কাছেও। যখন বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রীর শট আটকে দেয় প্রতিপক্ষ গোলরক্ষক শুভাশিষ চৌধুরী।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই প্রতিপক্ষ তাদের খেলায় অনেক পরিবর্তন আনলেও, দুই গোলরক্ষকের গোল না হজম করার দৃঢ় সংকল্পের কাছে হার মানতে হয় দুই দলের ফরওয়ার্ডদের। দুই দল আক্রমণের প্রতি আক্রমণ আনলেও বার বার তা ব্যর্থ হচ্ছিল হয় ডিফেন্সে নয় গোলরক্ষকের কাছে। অবশেষে ০-০ ফলাফলেই শেষ করতে হয় বেঙ্গালুরু ও নর্থ ইস্ট কে। বেঙ্গালুরুর পরবর্তী ম্যাচ গোয়ার বিরুদ্ধে অন্যদিকে নর্থ ইস্ট মুখোমুখি হবে ওড়িশার বিরুদ্ধে। এখন দেখার এই ম্যাচে দুই দল নিজেদের পুরোনো ছন্দে ফিরে আসতে পারে কিনা।