সালটা ছিল ২০১৮, চেন্নাইয়ান এফসির কাছে হেরে আইএসএল চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয় বেঙ্গালুরু এফসি-র। চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল সুনীল ছেত্রীদের। পেরিয়ে গেছে একটি বছর। ২০১৯ সাল, আরও একটি ফাইনাল আরও একবার জয়ের হাতছানী তবে তফাত একটাই। চেন্নাইয়ান এফসির বদলে এবারের প্রতিপক্ষ এফসি গোয়া। খেলা প্রায় শেষের দিকে, চলছে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা, স্কোর বোর্ড বলছে বেঙ্গালুরু শূণ্য গোয়া শূণ্য। ঠিক সেই সময় রাহুল ভেকের অনবদ্য হেডার, বল জড়িয়ে গেল গোয়ার জালে। উল্লাসে ফেটে পড়ল গোটা মুম্বই ফুটবল এরিনা। একই অবস্থা বেঙ্গালুরুর ডাগআউটে। সকলেই তখন মত্ত সেলিব্রেশনে। হাতে আর তিন মিনিট, যে কোনও মূহুর্তে বেজে উঠবে রেফারির বাঁশি। তবে এই তিন মিনিটে যা খুশি ঘটে যেতে পারে সেই ভয়ে রক্ষনভাগে আরও পোক্ত করল বেঙ্গালুরু। পরিশ্রম স্বাদ দিল বেঙ্গালুরু ১২০ মিনিট পর বাঁশি বেজে উঠতেই সত্যি হল স্বপ্ন। গোয়াকে ১-০ গোলে হারিয়ে প্রমথবারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। আর তার সাথে তারা জায়গা পাকা করে নিল এএফসি এশিয়ান কাপে।