ভিন্ন স্বাদ-গন্ধের বাংলা ছবি 'ফিল্ম ফেস্ট'-এ

চলতি বছরের শুরু থেকেই বাংলা ছবির দর্শকদের মন জুড়িয়ে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ছবি। ভিন্ন ধারার স্বাদ-গন্ধে ভরপুর সেইসব ছবি সমাদৃত হয়েছিল সমালোচক মহলেও। সময়ের নিরীখে দর্শক বাংলা ছবি দেখতে যেমনভাবে হলমুখী হচ্ছে ঠিক তেমনভাবেই বাংলা চলচ্চিত্রকর্মী থেকে শুরু করে চলচ্চিত্রভাষাও হয়ে উঠছে সর্বজনীন-সাবলীল, যেমনটা একদা ছিল। এবার বাংলার বাইরে বেঙ্গালু্রুর এক 'ফিল্ম ফেস্ট'- যোগ দিতে চলেছে একগুচ্ছ বাংলা ছবি।

সেই একগুচ্ছ ছবির মধ্যে ঠিক কোন কোন ছবিগুলো জায়গা করে নিল? সেগুলো আপনি 'মিস' করে গিয়েছেন কিনা এইসবই ভাবছেন তো? হ্যাঁ, সেটাই বলব। প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর বাগিচা শহরে এই মুহুর্তে উৎসব-উৎসব ভাব। কারণ সেখানেই আগামী ২১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বসবে 'বেঙ্গালুরু বেঙ্গলি কানাড়া ফিল্ম ফেস্ট ২০১৯'। এই চলচ্চিত্র মহোৎসবে জায়গা করে নিয়েছে বহুআলোচিত যে বাংলা ছবিগুলি, সেগুলি হল-

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'নগরকীর্তন'

এই ছবিটি নিয়ে বিশেষ কিছু বলার নেই। এ ছবি নিজ গুনেই কুড়িয়ে নিয়েছে অঢেল প্রশংসা-পুরস্কার-ভালোবাসা। ঋদ্ধি সেন অভিনীত ছবির প্রটাগনিস্ট 'পুঁটি' ওরফে পরিমল এবার তাই পৌঁছে যাচ্ছে বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে।

শিলাদিত্য মৌলিক পরিচালিত 'সোয়েটার'

এই 'সোয়েটার' প্রবল গরমেও মানুষ স্বাচ্ছন্দে-ভালোবেসে মনে জড়িয়ে নিয়েছেন। সেই সোয়েটার পরম দক্ষতায় বুনে দর্শক হৃদয় জয় করেছেন 'টুকু' ওরফে ইশা সাহা। ইতিমধ্যেই ছবির অন্যতম গায়িকা লগ্নজিতা চক্রবর্তী এবং সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য জিতে নিয়েছেন সেরার পুরস্কার। এবার ছবিটি পাড়ি জমাচ্ছে বাংলার বাইরে বেঙ্গালুরুর ফিল্ম   ফেস্টে।

সুদীপ্ত রায় পরিচালিত 'কিয়া অ্যান্ড কসমস'

থাকছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত 'কিয়া অ্যান্ড কসমস'। এ এক রহস্য গল্প , আর তার মোড়ক খুলত খুলতে উঠে আসে জ়ডানো প্যাঁচানো আবেগ। কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, বার্সেলোনা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল,  গ্লাসগো ফিল্ম ফেস্টিভ্যালের পর এবার বেঙ্গালুরুতে প্রদর্শিত হতে চলেছে 'কিয়া অ্যান্ড কসমস'।

অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায় পরিচালিত 'শ্রাবণের ধারা'

অভিজিৎ গুহ ,সুদেষ্ণা রায় পরিচালিত ছবি 'শ্রাবণের ধারা'ও থাকছে ফিল্ম ফেস্টে। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও পরমব্রতর অভিনয়ের যুগলবন্দি ঘিরে চলচ্চিত্র প্রেমীদের মনে দাগ কাটবে।

এছাড়াও ফিল্ম ফেস্ট- থাকছে একগুচ্ছ অন্য ধারার ছবি। ঋতুপর্ণা অভিনীত রঞ্জন ঘোষের ছবি 'আহারে' ইন্দ্রদীপ দাশগুপ্তের বহু প্রতীক্ষিত ছবি 'কেদারা', অর্পিতা-আদিলের যুগলবন্দী 'অব্যক্ত', ছবির পরিচালক অর্জুন দত্ত। এই সমস্ত ভিন্ন স্বাদের বাংলা ছবির পসরা নিয়ে হাজির হতে চলেছে 'বেঙ্গালুরু বেঙ্গলি কানাড়া ফিল্ম ফেস্ট ২০১৯'।

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...