খেলো ইন্ডিয়াতে ভলিবলে জয় বাংলার

খেলো ইন্ডিয়াতে অনবদ্য সাফল্য বাংলার ভলিবলে। তামিলনাড়ুকে হারিয়ে ফাইনালে উঠল বাংলার অনূর্ধ্ব-১৭ মহিলা ভলিবল দল। তারা ৩-০ সেটে হারাল তামিলনাড়ুকে।

তামিলনাড়ু সেরা দল থাকলেও বাংলার মেয়েদের দুরন্ত পারফর্মেন্সের সামনে দাঁড়াতে পারেনি তারা। তামিলনাড়ুর দলে একাধিক জাতীয় ভলিবল দলের প্লেয়ার থাকলেও বাংলার অনূর্ধ্ব ১৭ দলের মেয়েদের অনবদ্য পারফর্মেন্সের সামনে তা কোনও কাজে দেয়নি।

বাংলার প্লেয়ারদের পারফরম্যান্সে প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রীড়া মহল। দিশা ঘোষ, দিওয়াংশি তেওয়ারি, সুস্মিতা দত্ত এবং সাথি দাস বাংলার হয়ে অনবদ্য ভলিবল উপহার দিয়েছেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ মহারাষ্ট্র।

কোচ মীনাক্ষী ঘোষ জানান যে "তাঁর দল ভালো খেলছে, সংঘবদ্ধভাবে খেলছে, ফলে ফাইনালে জেতার ব্যাপারে বেশ আশাবাদী”। শুধু তাই নয় তিনি ফাইনালের চাপ কাটাতে মেয়েদেরকে যথেষ্ট এন্টারটেইন করছেন তিনি।

অপরদিকে বাংলার অনূর্ধ্ব-২১ ভলিবল-এর ক্ষেত্রে বাংলার মেয়েরা দাঁড়াতে পারেনি তামিলনাড়ুর বিরুদ্ধে। ৩-০ সেটে তারা হেরে যায় তামিলনাড়ুর কাছে। শনিবার তাদের প্রতিপক্ষ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বিরুদ্ধে জয় পেলে ব্রোঞ্জ পদক জিতবে বাংলার অনূর্ধ্ব-২১ ভলিবল দল

এটা শেয়ার করতে পারো

...

Loading...