লটারিতে এক কোটি টাকা জেতার কথা শুনে প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না উত্তর দিনাজপুরের পাঁচভায়ার বাসিন্দা তাজমুল হক| তাজমুলের নেশা ছিল লটারির টিকিট কাটা | দীর্ঘদিন ধরে লটারির টিকিট কেটে নিজের ভাগ্য পরীক্ষার চেষ্টা করে যাচ্ছিলেন এমনকি কখনো কখনো ১০০ টাকা দিয়ে টিকিট কাটতেন তিনি | অবশেষে ভাগ্যদেবী সুপ্রসন্ন হলেন তাজমূলের ওপর | কেরল রাজ্য সরকারের করুন্যা লটারির টিকিটে এক কোটি টাকা জেতার খবর হতবাক হয়ে যান তাজমুল|
টিকিটটি নিয়ে কী করবেন তা বুঝতে না পেরে সাহায্যের জন্য কোজিকোডের নিকটস্থ থানায় ছুটে যান পেশায় নির্মান শ্রমিক তাজমুল | কাজের জন্য তিনি দীর্ঘ ১০ বছর কেরালায় বসবাস করছেন| তাঁর পরিবার রয়েছে এরাজ্যেই| কোজিকোডের ভট্টাকিনার এলাকা থেকে টিকিট কিনেছিলেন। ড্রয়ের সন্ধ্যায় টিকিটটি পরীক্ষা করে তাজমুল দেখেন তাঁর ৪৩১ সিরিজের ৮২৮৮৪৭ নম্বর টিকিটে ১ কোটি টাকা উঠেছে |
সঙ্গে সঙ্গে তার বন্ধুকে নিয়ে নালাল্লাম থানায় ছুটে যায় সে| দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর কে রঘুকুমার এবং অন্যান্য পুলিশরা টিকিটটি পরীক্ষা করে নিশ্চিত করেন যে তাজমুল সত্যি একজন 'কোটিপতি' হয়েছেন। তারপরে তারা তাজমুলের সঙ্গে মাওদুর শাখার সিন্ডিকেট ব্যাংকে গিয়ে টিকিটটি জমা করে দিয়ে আসেন| টিকিটের টাকা নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে ভালোভাবে দিন কাটাবেন বলে জানিয়েছে তাজমুল | পাশাপাশি নিরাপদে টিকিট পৌঁছে দেওয়ার জন্য কোজিকোড পুলিশকে ধন্যবাদ জানাতে ভোলেননি তাজমুল|