বলিউডের টপ নায়িকা যেমন দীপিকা, ক্যাটরিনা, আলিয়া, এদের রীতিমতো থুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে ২১ বছরের বাঙালি কন্যা। এখন থেকেই ছোট্ট মেয়েটি কোটি কোটি টাকার মালিক। ভাবতে পারছেন? তবে, শুধু দেশে নয় বিদেশের মাটিতেও নাম করেছেন এই মেয়ে।
সেই মেয়ের নাম হল অনুষ্কা সেন। নাম শুনে বোঝাই যাচ্ছে একেবারে খাঁটি বাঙালি। সদ্য ২১-এ পা দিয়েছেন মেয়ে। এই বয়েসে কিভাবে হল কোটি টাকার মালিক? কি পেশা অনুষ্কার?
জানা গিয়েছে আনুষ্কা এই বয়েসেই একবার কোরিয়া আবার একবার ভারত। তাঁর যাওয়া আসা লেগেই থাকে। অনুষ্কা পেশায় অভিনেত্রী ও মডেল। সেখান থেকেই তাঁর এত আয়। সেই আয় বেশ ভালোই হচ্ছে। তিনি নাকি ধারাবাহিকের প্রতিটা এপিসোডে লক্ষাধিক টাকা পারিশ্রমিক পান।
সম্প্রতি, অনুষ্কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুরাগীদের সংখ্যা প্রায় ৪ কোটি। তাই সেখান থেকেও বেশ ভালো আয় হয় তাঁর।
২১ বছরের অনুষ্কার মোট সম্পত্তির পরিমাণ শুনলে আপনি হাঁ হয়ে যাবেন। একেবারে অবিশ্বাসযোগ্য। জানা গিয়েছে যে প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। এছাড়াও পাশাপাশি দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি তো আছেই। আর মেয়ের লাইফস্টাইল দেখলে বোঝাই যাবে কোন জায়গায় রয়েছেন তিনি। এই এত কম বয়সে এই টাকা রোজকার ভাবাই যায়না।
কিন্তু অভিনয় করে এত টাকা রোজকার কিভাবে? এই প্রশ্নটা সবার মনেই জাগবে।
জানা গিয়েছে অনুষ্কা অনেক ছোট বেলায় অভিনয় জগতে প্রবেশ করে গিয়েছিলেন। ‘বাল বীর’, ‘ঝাঁসি কি রানী’র মত বহু জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে ছোট্ট অনুষ্কাকে।
অনেকেই ‘স্টার কিড’ হয়ে জনপ্রিয়তা পেলেও বড় বয়েসে জনপ্রিয়তা পায়না। হারিয়ে যায় সবার মাঝখান থেকে। কিন্তু ২১ বছরের অনুষ্কা মোটেই সেই মেয়ে নয়। অনুষ্কা সেন বাঙালি হলেও ঝাড়খান্ড অঞ্চলের বাসিন্দা।
তিনি রীতিমতো দাপয়ে অভিনয় করেছেন। পাশাপাশি অংশ নিয়েছেন ‘খতড়ো কি খিলাড়ি’র শো’তে। এখন আবার কোরিয়ান ড্রামাতেও দেখা যাচ্ছে তাঁকে।