Bengali Serial Trp: এই সপ্তাহের টিআরপি লিস্টে কোন সিরিয়াল কত নম্বরে?

ধারাবাহিক শুরুর সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় প্রথমের দিকে থেকেছে উদয়প্রতাপ সিংহ ও ঈশানী চট্টোপাধ্যায়ের ধারাবাহিক ‘পরিণীতা’। এবারেও তাঁর ব্যতিক্রম হল না। এই সপ্তাহেও সব ধারাবাহিককে কুপোকাত করে শীর্ষ স্থান অধিকার করেছে ‘পরিণীতা’। শুরু থেকেই সিরিয়ালপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহে পরিণীতার প্রাপ্ত নম্বর ৭।

এরপর যৌথ ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’। এই ধারবাহিকদুটির স্কোর ৬.৯। এরপর তৃতীয় স্থান অধিকার করেছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘রাঙামতী তিরন্দাজ’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬।

চতুর্থ স্থানে রয়েছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। এই সিরিয়ালের স্কোর ৬.৪। পঞ্চম স্থান রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘কথা’। এই ধারাবাহিকগুলির প্রাপ্ত নম্বর ৬।

ষষ্ঠ স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’। এই সিরিয়ালের প্রাপ্ত স্কোর ৫.৬। এরপর সপ্তম স্থানে একসঙ্গে রয়েছে তিনটি ধারাবাহিক— ‘গীতা এলএলবি’, ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘চিরসখা’। প্রাপ্ত নম্বর ৫.৪। অষ্টম স্থানে ৫ নম্বর পেয়ে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। নবম স্থানে ৪.৭ নম্বর পেয়ে রয়েছে ‘মিত্তির বাড়ি’। দশম স্থানে রয়েছে দুগ্গামণি ও বাঘমামা’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৩.৭।

টিআরপি তালিকাঃ

পরিণীতা- ৭.০ (প্রথম)
ফুলকি-জগদ্ধাত্রী- ৬.৯ (দ্বিতীয়)
রাঙামতী তীরন্দাজ- ৬.৬ (তৃতীয়)
পরশুরাম -৬.৪ (চতুর্থ)
কথা- চিরদিনই তুমি যে আমার – ৬.০ (পঞ্চম)
গৃহপ্রবেশ- ৫.৬ (ষষ্ঠ)
গীতা এলএলবি-চিরসখা-কোন গোপনে মন ভেসেছে- ৫.৪(সপ্তম)
অনুরাগের ছোঁয়া- রোশনাই- ৫.০(অষ্টম)
মিত্তির বাড়ি- ৪.৭(নবম)
দুগ্গামণি ও বাঘমামা -৩.৭(দশম)

এটা শেয়ার করতে পারো

...

Loading...