Bengali Serial: এবার ‘পুষ্পা’ সিনেমার নায়িকা ‘শ্রীবল্লি’কে দেখা যাবে বাংলা ধারাবাহিকে

এবার ‘পুষ্পা’ সিনেমার নায়িকা ‘শ্রীবল্লি’কে দেখা যাবে বাংলা ধারাবাহিকে। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা মিলবে এই চরিত্রের। সিরিয়ালের নতুন প্রমো দেখে উৎসাহী দর্শকরা।

 

হাইলাইটসঃ
১। ‘পুষ্পা’ সিনেমার নায়িকা ‘শ্রীবল্লি’কে দেখা যাবে ধারাবাহিকে
২। এই চরিত্রে দেখা যাবে আন্দ্রেয়ী রায়’কে
৩। চরিত্রটির নাম ‘মোহিনী’

 

জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’। টিআরপি তালিকায় প্রায় প্রত্যেক সপ্তাহেই এক থেকে দশের মধ্যে থাকে এই সিরিয়াল। আর অন্যদিকে দক্ষিণের জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা’। ৫ ডিসেম্বর এই সিনেমার সিক্যুয়েল রিলিজ করবে। আর সেই নিয়ে রীতিমত উৎসাহের আবহাওয়া দর্শকমহলে। তাই এই সিনেমার ছাপ পড়ছে বাংলা ধারাবাহিকেও।

‘নিম ফুলের মধু’ সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যাচ্ছে, প্রায় ২০ বছর এগিয়ে গেছে এই সিরিয়াল। পুঁটি বড়ো হয়ে গেছে। সিরিয়ালে এই চরিত্রে অভিনয় করছেন সোমু সরকার। বড় আম্মা’ ওরফে লিলি চক্রবর্তী ৯৯ বছর ছুঁয়েছেন। পর্ণার শাশুড়িমা তাঁর নাতিকে নিয়ে আহ্লাদে আঁটখানা। বড় জ্যাঠা আর নেই। কিন্তু তার ‘ধ্যাষ্টামো’ কথাটা বজায় রেখেছে অয়ন। কিন্তু পর্ণা সৃজনের বিরহে বদলে গেছে। দত্তবাড়িজুড়ে সৃজন আর নেই। সে হারিয়ে গেছে। কিন্তু অপরদিকে এই সিরিয়ালে সৃজনের আদলে দেখা গেছে এক দস্যুকে। আর তাঁর সঙ্গী হিসেবেই রয়েছেন মোহিনী। এই ‘মোহিনী’ চরিত্রটিই ‘পুষ্পা’র শ্রীবল্লির আদলে তৈরি। এই চরিত্রে দেখা যাবে আন্দ্রেয়ী রায়’কে।

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে আন্দ্রেয়ীর এই নতুন লুক। দীর্ঘসময় ধরে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন আন্দ্রেয়ী। কিন্তু বেশিরভাগ সিরিয়ালেই খলচরিত্রে দেখা গেছে তাঁকে। এমনকি জি বাংলার আরেক জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’তেও নেগেটিভ চরিত্রে দেখা গেছে তাঁকে। কিন্তু এইবার তাঁর এই ভালো-মন্দ চরিত্র দর্শকরাও পছন্দ করবেন, এমনই আশা করছেন সিরিয়াল নির্মাতারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...