এবার থেকে ট্রেনের টিকিট লেখা হবে বাংলায়| হিন্দি ও ইংরেজি হরফের পাশাপাশি বাংলা হরফে গন্তব্য স্থান, সময় লেখা থাকবে টিকিটে বলে রেলসুত্রে খবর| ১৫ জানুয়ারি থেকে এরাজ্যের অসংরক্ষিত টিকিটে বাংলায় লেখা চালু করেছে পূর্ব ও দক্ষিনপূর্ব রেল| বেশ কিছু বছর আগে ট্রেনের টিকিটে বাংলা লেখা থাকত| কিন্তু হঠাৎ করেই বাংলাকে বাদ দিয়ে শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা ছাপা হত টিকিট| বাংলাকে বাদ দেওয়া নিয়ে সরব হন বেশ কিছু মানুষ| তাঁদের অভিযোগ ছিল হিন্দিকে প্রাধান্য দিতে গিয়ে বাংলাকে ব্রাত্য করে রাখা হয়েছে| গণ আন্দোলন, ডেপুটেশন দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে মিললো ফল| আজ পূর্ব রেলের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয় বাংলায় ছাপা হবে টিকিট | এর পাশাপাশি বিভিন্ন স্টেশনের নাম ও বাংলায় লেখা হচ্ছে বলে রেলসুত্রে খবর|