কোলকাতায় নববর্ষের সেরা সম্ভার

নববর্ষ মানেই বাঙালিদের মধ্যে উন্মাদনা দেখতে পাওয়া যায় | আর এই নববর্ষে কম দামে ভালো দ্রব্যাদি মানুষের কাছে পৌছে দেবার জন্য কর্মরত মহিলাদের নিয়ে একটি প্রদর্শনী ও সেলের আয়োজন করেছেন ‘এনিগমা’ নামক একটি সংস্থা| ১১ থেকে ১৩ এপ্রিল চলবে কালিন্দী এলাকাতে |প্রদর্শনীটির নাম  ‘কোলকাতায় নববর্ষের সেরা সম্ভার’  সেখানে থাকছে বিভিন্ন ধরনের নকশা করা শাড়ি,কুর্তি,ওয়েস্টার্ন ড্রেস, হাতে তৈরী গয়না, ঘর সজ্জার জিনিসপত্র, সাথে থাকছে পাঞ্জাবী, বাচ্চাদের পোশাক, আয়ুর্বেদিক ওষুধ এবং খাবার-দাবার|

বিগত কযেকবছর ধরে এনিগমা নামক সংস্থাটি সমাজে অল্প পরিচিতি পাওয়া বুটিকগুলির উন্নতি করার উপলক্ষে প্রতিবছর বিভিন্ন জায়গায় এই প্রদর্শনী ও সেলের আয়োজন করে থাকে যাতে এই বুটিকে কর্মরত মহিলাদের একটু পরিচিতি ঘটে|এখানে নানান ধরনের হাতে তৈরী দ্রব্যাদি দেখা যাবে যেগুলি কিন্তু এই মহিলাদের দ্বারা নির্মিত এমনটাই জানালেন এই প্রদর্শনীর আয়োজক নভজিত মুখার্জ্জী এবং ওনার স্ত্রী এলিটরা সিনহা মুখার্জ্জী| তারা আরো জানান যে এই প্রদর্শনীটি কিন্তু বাকি প্রদর্শনী গুলি থেকে আলাদা কারণ বাকি প্রদর্শনীগুলি মেলা ধরনের করে করা হয় কিন্তু এই প্রদর্শনীটি খুবই নির্বাচিত অথচ গুণমানের দিক দিয়ে ভালো দ্রব্যাদি নিয়ে আয়োজন করা হয়েছে|  

sari-2

তার দ্রব্যের গুণমান বাজারের তুলনায় ভালো এমনটাই বললেন এই প্রদর্শনীর একটি দোকানের মালিক তানিয়া কর্মকার তিনি আরো বলেন যে তার জিনিস সাধারণ মানুষেরা  যাচাই করে দেখতে পারে| তাই আপনিও যদি কম দামে ভালো জিনিস কিনতে চান তাহলে শীঘ্রই চলে যান ‘কোলকাতায় নববর্ষের সেরা সম্ভার’ প্রদর্শনীতে|

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...