চলতি বছরে টলিউড প্রযোজনা সংস্থার সঙ্গে বাংলাদেশের যৌথ প্রযোজনা মিলে ‘এসকে মুভিজ’ মোট ১৮ ছবির ঘোষণা করেছে। ভিন্ন ধরণের এই ছবিগুলি আগামী দু’বছরের মধ্যে মুক্তি পাবে।
হাইলাইটসঃ
১। চলতি বছরে ‘এসকে মুভিজ’ মোট ১৮ ছবির ঘোষণা করেছে
২। এই ছবিগুলি আগামী দু’বছরের মধ্যে মুক্তি পাবে
৩। কোন কোন ছবি রয়েছে এই তালিকায়?
দেখে নিন সেই ছবির তালিকাঃ
১। দরদ (অভিনয়ে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান)
২। আবার হাওয়া বদল (মুখ্য চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রাইমা সেন)
৩। এখানে অন্ধকার (পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, পরমব্রতের সঙ্গেই এই ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং পায়েল সরকার)
৪। আমি আমার মতো (পরিচালনায় রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, জীতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়)
৫। গৃহস্থ (পরিচালক মৈনাক ভৌমিক, এই সাইকোলজিক্যাল থ্রিলারে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী)
৬। চন্দ্রবিন্দু (পরিচালক রাজা চন্দ, অভিনয়ে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী)
৭। অপরিচিত (পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, মুখ্য চরিত্রে অনির্বাণ, ঋত্বিক এবং ইশা সাহা)
এই তালিকায় তিনটি ছবি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল–
৮। রবীন্দ্র কাব্য রহস্য (মুখ্য চরিত্রে ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াংশু চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী)
৯। সরলাক্ষ হোমস (মুখ্য চরিত্রে ঋষভ বসু)
১০। ভালবাসি তোকে ভালবেসে (অভিনয়ে ঋষভ বসু, রাজনন্দিনী পাল)
তালিকায় পাঁচটি ছবি রয়েছে পরিচালক অংশুমান প্রত্যুষের –
১১। আপনজন (অভিনয়ে জীতু ও পায়েল)
১২। স্যান্টা (অভিনয়ে অঙ্কুশ, ঐন্দ্রিলা, অনির্বাণ)
১৩। অন্নপূর্ণা (অভিনয়ে অনন্যা চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়)
১৪। বাবু সোনা (অভিনয়ে জীতু ও শ্রাবন্তী)
১৫। উড়নছু (অভিনয়ে অলোকনন্দা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, মানসী সিংহ, দর্শনা বণিক, সৌরসেনী মৈত্র, রাজনন্দিনী)
এ ছাড়াও তিনটি ছবি পরিচালনা করেছেন রবীন্দ্র নাম্বিয়ার-
১৬। তবুও ভালবাসি (অভিনয়ে আরিয়ান ও দেবত্তমা সাহা)
১৭। যদি এমন হতো (মুখ্য চরিত্রে শন ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায় এবং ঋষভ)
১৮। ডিয়ার ডি (ছবিতে মা-মেয়ের চরিত্রে যথাক্রমে শ্রাবন্তী ও দিতিপ্রিয়া)
এ প্রসঙ্গে লক্ষণীয়, এই ছবির তালিকায় ১৭টি লোকেশন হিসেবে ছবিতে লন্ডন শহরকে দেখতে পাবে দর্শক। পরিচিত মুখেদের সঙ্গে অপেক্ষাকৃত নতুন অভিনেতা এবং পরিচালকেরাও কাজ করেছেন এই ছবিগুলিতে। এপ্রসঙ্গে প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার হিমাংশু ধানুকা বললেন, ‘‘শুরু থেকেই সিদ্ধান্ত নিই, যখন আসব তখন বড় আকারেই আমরা ফিরে আসব। আশা করছি, নানা স্বাদের ছবিগুলি দর্শকের পছন্দ হবে।’’