‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!’

বাংলার মুকুটে এক নতুন সংযোজন। বঙ্গের গর্ব বাংলা ভাষা এবার স্বীকৃতি পেল সুদূর বিদেশে। বিশ্বের মধ্যে মধুরতম ভাষাগুলির মধ্যে একটি হওয়ার খেতাব ইতিমধ্যেই অর্জন করেছে এই ভাষা। এবার লন্ডনে সেরার সেরা স্বীকৃতি পেল বাংলা ভাষা, আর তা-ও সরকারিভাবে। দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসাবে লন্ডনে সরকারি তকমা পেল এটি, কারণ লন্ডন এখন 'বাংলা'ময়। 

                              এক সমীক্ষায় জানা গেছে ভারত ও বাংলাদেশ মিলিয়ে লন্ডনে বসবাসকারী বাসিন্দার সংখ্যা ৭১ হাজার ৬০৯ জন। বাংলা ভাষাতেই কথা বলেন তাঁরা। এই শহরে ইংরেজির পরে যে ভাষায় সবচেয়ে বেশি কথা হয়ে থাকে তা হল বাংলা। তারপরে রয়েছে পোলিশ ও তুর্কির স্থান। আর এই তিন ভাষাভাষির মানুষ রয়েছেন মোট ১ লক্ষ ৬৫ হাজার ৩১১ জন। সিটি লিট নামক একটি সংস্থার সমীক্ষা থেকে জানা গেছে এই সকল তথ্য। বাংলায় বৈচিত্রের মধ্যে সমন্বয় যেমন ঘটেছে তেমনই লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র ও মানুষের মধ্যে সম্প্রীতি-যোগাযোগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  

                           আরও জানা গেছে যে লন্ডনের ৩লক্ষ ১১হাজার ২১০ জন মানুষ বাড়িতে ইংরেজি ছাড়াও অন্য কোনো ভাষায় কথা বলেন, বলছে সমীক্ষাই। শুধু তাই নয় ব্রিটিশদের মধ্যে তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলাও বলতে পারেন। এ যে আপামর বাঙালির কাছে এক গর্বের বিষয় তা সন্দেহাতীত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...