মান্যতা পেল বাংলা ভাষা

সম্প্রতি বাংলা ভাষায় রায় অনুবাদের জন্য স্বীকৃতি দিল স্বয়ং সুপ্রিম কোর্ট। আদালতে রায় জানানোর ক্ষেত্রে অন্যান্য ভাষাগুলির পাশাপাশি বাংলা ভাষাতেও রায় অনুবাদ করা যাবে। কংগ্রেসের আব্দুল মান্নান ও বাম দলের সুজন চক্রবর্তীর পক্ষ থেকে বাংলা আদালতে ভাষার তালিকায় বাংলা ভাষাকেও অন্তর্ভুক্ত করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়। এই আবেদনের দুই সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্ট স্বীকৃতি দেয় বাংলাকে।

আগে আদালতের রায় দেওয়ার তালিকায় অন্যান্য ভাষা স্থান পেলেও বাংলা ভাষার কোনো স্থান ছিল না। বাংলা ভাষা যেহেতু একটি সমৃদ্ধশালী ভাষা তাই সুপ্রিম কোর্ট এ বিষয়ের পক্ষে রায়দান করে। প্রথমে বিষয়টি বিধান সভায় পেশ করেছিলেন কংগ্রেসের আব্দুল মান্নান ও সিপিএম এর সুজন চক্রবর্তী। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তার রায় জানায়। অর্থাৎ এবার যে কোনো রায় বাংলা ভাষাতেও অনুবাদ করা যাবে। 

সূত্রের খবর, তৃণমূল, বাম ও কংগ্রেসের আর্জির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। একটি অ্যাপের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায় বাংলা ভাষা থেকে ইংরিজিতে অনুবাদ করা হবে। আমরা ছোট বেলার কবিতায় পড়েছি মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা” কবিতাটি পড়লেও বাংলা ভাষার মাধুর্যের প্রকাশ পাওয়া যায়। যেহেতু সকল বাঙালীর গর্ব হল বাংলা ভাষা তাই বাংলা ভাষার এই স্বীকৃতিও বাঙালীর কাছে অতি গর্বের বিষয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...