Bengali Cinema: ‘কিলবিল সোসাইটি’ –তে দেখা যাবে একাধিক ক্যামিও চরিত্র

সিনেমায় ক্যামিও চরিত্রের উপস্থিতি বরাবরই দর্শকদের জন্য চমকের মুহূর্ত তৈরি করে। এর ফলে কাহিনি আরও সমৃদ্ধ হয়ে সিনেমার পর্দায় ফুটে ওঠে। বাংলা সিনেমায় 'হেমলক সোসাইটি' (২০১২), সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এক উল্লেখযোগ্য চলচ্চিত্র। এই সিনেমায় বিভিন্ন তারকাদের বিশেষ উপস্থিতি সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বারুণ চন্দ, সোহাগ সেন, ব্রাত্য বসু, জিৎ, শিলাজিৎ মজুমদার, প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার এবং সব্যসাচী চক্রবর্তী সহ একঝাঁক গুণী শিল্পীর ক্যামিও উপস্থিতি সেই সিনেমার গভীরতাকে আরও দৃঢ় করে তুলেছিল।

সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন সিনেমা 'কিলবিল সোসাইটি' -তেও একাধিক তারকার বিশেষ উপস্থিতি দেখা যাবে। সিনেমাটিতে অঙ্কুশ হাজরা, অঙ্গনা রায়, শ্রুতি দাস, রোশনি ভট্টাচার্য, অনন্যা চট্টোপাধ্যায়, সোমক ঘোষ এবং নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। তাঁরা অল্প সময়ের জন্য পর্দায় থাকলেও, দর্শকদের মনে সেটি গভীর ছাপ ফেলবে। এই সিনেমায় ক্যামিও চরিত্র শুধুমাত্র চমক হিসেবে নয়, বরং গল্পের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহার করা হবে।

যেভাবে 'হেমলক সোসাইটি' তার ক্যামিও চরিত্রগুলোর মাধ্যমে গল্পের হাস্যরস এবং চিন্তনশীল দিকগুলিকে তুলে ধরেছিল, ঠিক তেমনভাবেই 'কিলবিল সোসাইটি' -তে ক্যামিও চরিত্রের উপস্থিতি দর্শকদের মন জয় করবে।

১লা এপ্রিল মুক্তি পেতে চলেছে 'কিলবিল সোসাইটি' -র ট্রেলার। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। ১১ই এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...