এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক অভিজিৎ চৌধুরীর ছবি ‘ধ্রুবর আশ্চর্য জীবন’। এর আগে এনএবিসি-এর প্রতিযোগিতামূলক বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছিল এই ছবি। সদ্য ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কার পেয়েছে এই ছবি। এবার এটি দেখানো হবে বড় পর্দায়।
এই ছবিটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋষভ বসু। এছাড়াও নানা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাদশা মৈত্র, কোরক সামন্ত, সুদীপ মুখোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, ঋত্বিকা পাল, যুধাজিৎ সরকার, আনন্দরূপা চক্রবর্তী, দীপক হালদার, শান্তনু নাথ প্রমুখ। চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন অভিজিৎ চৌধুরী। ঋষভ বসু এই সিনেমায় অভিনয় করার জন্যে এনএবিসি-তে ছবিটি সেরা ছবি, সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেতা বিভাগে সেরার সেরা পুরস্কার পেয়েছেন।
এই সিনেমা এক ক্রাইম ড্রামা। কিন্তু তার মাঝেও সায়েন্স ফিকশনের ছোঁয়া পাবে দর্শক। গল্পের মুখ্য চরিত্র ধ্রুব নানা জটিল সমস্যায় জড়িয়ে পরে। আদর্শ আঁকড়ে থাকা না সময়ের সঙ্গে এগিয়ে চলা? এই প্রশ্নের উত্তর খোঁজে সে।
'ধ্রুবর আশ্চর্য জীবন' ছবিতে জীবনের চারটি সম্ভাবনা চারটি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায়ে চারজন কিংবদন্তি বাঙালি শিল্পী যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য ও বিনোদ বিহারী মুখোপাধ্যায় -কে শ্রদ্ধার্পণ করা হয়েছে।