Bengali Cinema: এবার শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের সুযোগ অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। ‘মিঠিঝোরা’, ‘অমর সঙ্গী’, সহ নানা ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। আর এবার বাংলাদেশের প্রথম সারির নায়ক শাকিব খানের সাথে পর্দা ভাগ করে নেবেন তিনি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

২০২৪ রিয়ার ব্যক্তিগত জীবনে ঝড় তুলেছিল। কিছুমাস আগেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁর। কিন্তু ভাগ্য তাঁকে বেশিদিন মন খারাপের সুযোগ দেয়নি। শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। জানা গেছে, মেহেদী হাসান হৃদয়ের পরিচালিত ছবি ‘বরবাদ’ –এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

‘বরবাদ’ ছবিতে ভারতীয় অভিনেতাদের ভিড় লেগেই রয়েছে। এই সিনেমাতেই নায়িকা চরিত্রে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। আর এবার টলিপাড়ার আরেক অভিনেত্রী নাম লেখালেন এই তালিকায়। জানা গেছে, নায়িকার দিদির চরিত্রে অভিনয় করবেন রিয়া। আসন্ন কাজ নিয়ে ভীষণ উৎসাহিত অভিনেত্রী।

ইতিমধ্যেই কলকাতা এবং মুম্বই জুড়ে শুটিং সেরে ফেলেছেন রিয়া। জানা গেছে, এই সিনেমার কিছু শুটিং বাংলাদেশ জুড়েও হবে। খবর, ভিসা সমস্যা মিটলেই তিনি উড়ে যাবেন বাংলাদেশ। এ ছাড়াও, মুম্বইয়ে আরও কিছু দিনের শুটিং বাকি। এখন ইধিকার সঙ্গে শুটিং-এ ব্যস্ত তিনি।

টলিপাড়ায় খলনায়িকা চরিত্রে অভিনয় করে হাত পাকিয়েছেন অভিনেত্রী। এবার অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি জনতার মন কতটা জিতে নেবেন অভিনেত্রী, তা দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...