ফের ছন্দপতন বাংলা চলচ্চিত্র জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা রমেন রায় চৌধুরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি, পাশাপাশি ছিল কিডনির সমস্যা। অবশেষে মারণরোগের সঙ্গে যুদ্ধে হার মেনে মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
থিয়েটার দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। নাট্যব্যক্তিত্ব রমেন জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলা ধারাবাহিকে কাজের মাধ্যমে। বাংলার ঘরে ঘরে যখন টেলিভিশন প্রবেশ করে, সেইসময় থেকেই বহু ধারাবাহিকে পর পর কাজ করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ‘সবুজ দ্বীপের রাজা’ ছবিতে তাঁর অভিনয় মনে রাখবেন দর্শক। তপন সিংহ, গৌতম ঘোষের মতো পরিচালকের সঙ্গেও কাজ করেছেন তিনি। ‘বাঞ্ছারামের বাগান’, ‘সর্বজয়া’, ‘ত্যাগ’, ‘জেহাদ’, ‘অভিষেক’-এর মতো বহু মেইনস্ট্রিম বাংলা ছবিতে রমেন অভিনয় করেছিলেন।
তাঁর প্রয়ানে শোকস্তব্ধ টলি-পাড়া। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে এভাবে হাল ছেড়ে দেবেন তিনি, একথা ভাবতেই পারেননি তাঁর সহকর্মী-শিল্পীরা।