প্রো কবাডি লিগ এর গত কয়েক মরশুমে বেঙ্গল ওয়ারিয়র্সের এর পারফর্মেন্স আশানোরুপ হয়নি। কিন্তু এই মরশুমে যেন অন্যরকম এক উদ্যম নিয়ে ময়দানে নেমেছে বাংলার এই ফ্র্যাঞ্চাইজি দল। সোমবার প্রো কবাডি লিগের তৃতীয় ম্যাচে পুনেরি পল্টনকে ৪৩-২৩ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় পেল বেঙ্গল ওয়ারিয়র্স।
এই জয়ের মূল কারিগর অবশ্যই রেডার মনিন্দর সিং এর। ১৪টি রে ড পয়েন্ট জেতেন তিনি, যার মধ্যে ২টি সুপার রেড পয়েন্টও পেয়েছেন। পাশাপাশি ইরানীয় রেডার মহম্মদ ইসমাইল নবিবক্স দারুণ সাপোর্ট দেন মনিন্দর-কে। ৮টি গুরুত্বপূর্ণ রেইড পয়েন্ট নিয়ে তিনি বেঙ্গল ওয়ারিয়র্সকে জয়ের নিকট পৌঁছে দেন।
শুরুতেই মনিন্দর সিং এর সুপার রেড পয়েন্ট যেন ম্যাচের অভিমুখ স্পষ্ট করে দিয়েছিল। প্রথমার্ধের একটি সময়ে ১১-৪ এর বিশাল ব্যবধানে এগিয়ে ছিল ওয়ারিয়র্স। কিন্তু পুনেরি পল্টন এর পঙ্কজ মোহিতে রেড পয়েন্টের মাধ্যমে দলকে ম্যাচে ফেরায়। কিন্তু মনিন্দরের ক্ষিপ্রতার কাছে পুনের ফ্র্যাঞ্চাইজি দলের যাবতীয় প্রতিরোধ কাবু হতে থাকে। শেষপর্যন্ত প্রথমার্ধে ১৮-৯ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে বেঙ্গল ওয়ারিয়র্স।
দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণাত্মক শুরু করে ওয়ারিয়র্স। পুনেরি পল্টনকে অল আউট করে ২৪-১১ এ ব্যবধানকে নিয়ে যায় তারা। এরপর ২৯ মিনিটে মহম্মদ ইসমাইল নবিবক্স এর দুর্দান্ত সুপার রেড এ ৩৩-১১ এ চলে যায় খেলা। একপ্রকার খাদের কিনারায় থাকা পুনেরি পল্টনকে শেষদিকে লড়াইয়ে আনার চেষ্টা করছিলেন পঙ্কজ মোহিতে। কিছু রেইড পয়েন্টের মাধ্যমে ব্যবধানকে কমিয়ে আনার প্রচেষ্টায় ছিলেন তিনি। কিন্তু বেঙ্গল ওয়ারিয়র্সের ডিফেন্ডাররা একেবারে কংক্রিটের দেওয়ালের মত প্রতিহত করতে থাকে পুনেকে । কোনওরকম সুযোগ দেননি পুনেরি পল্টনের রেডারদের বেশি পয়েন্ট সংগ্রহ করার। শেষ পর্যন্ত ৪৩-২৩ ব্যবধানে জয়লাভ করে তারা।
নিজেদের প্রথম ম্যাচে ইউপি যোদ্ধাদের ৪৮-১৭ এর বিশাল ব্যবধানে হারানোর পরেও দ্বিতীয় ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার এর কাছে ২৭-২৫ এ পরাজিত হয় বেঙ্গল ওয়ারিয়র্স। তাদের পরবর্তী খেলা ৩ আগস্ট বেঙ্গালুরু বুলস এর বিরুদ্ধে।