এই মরশুমে বেঙ্গল ওয়ারিয়র্স-এর অশ্বমেধ যজ্ঞ যেন পুরোদমে চলছে। বৃহস্পতিবার পাটনায় জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে প্রো কবাডি লিগ-এর ম্যাচে প্রাক্তন চ্যাম্পিয়ন পাটনা পাইরেটসকে ৩৫-২৬-এ হারিয়ে বাংলার এই ফ্র্যাঞ্চাইজি দল বুঝিয়ে দিল, এই মরশুমে তারা অন্যতম ফেভারিট।
আর এই জয়ের মূল কারিগর রেইডার মনিন্দর সিং ও ডিফেন্ডার রিঙ্কু নারওয়াল-এর। মনিন্দর এর ১০টি রেইড পয়েন্ট ও রিঙ্কুর ৫টি ট্যাকল পয়েন্ট ওয়ারিয়র্স-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
যদিও ম্যাচের শুরুটা ভালোই করেছিল তিনবারের চ্যাম্পিয়ন পাটনা। দলের তারকা রেইডার পারদীপ নারওয়াল দুর্দান্ত খেলছিলেন শুরুর দিকে, আর তাকে যথার্থ সহায়তা করেছিল ইরানীয় রেইডার মহম্মদ ইসমাইল মাঘসৌদলু। কিন্তু তারপর, কে প্রপাঞ্জন ও মনিন্দর সিং ফিরিয়ে আনেন বাংলাকে। আর তুল্যমূল্য এই লড়াইয়ে প্রথমার্ধ অবধি ১৫-১৪ ব্যবধানে এগিয়ে থাকে বেঙ্গল ওয়ারিয়র্স।
দ্বিতীয়ার্ধে অবশ্য একেবারে বাঘের মত ঝাঁপিয়ে পড়ে বেঙ্গল ওয়ারিয়র্স। দ্বিতীয়ার্ধের শুরুতে পাটনা পাইরেটসকে অল আউট করে দেয় তারা। রিঙ্কু নারওয়াল ও জিভা কুমার বাংলার ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছিলেন, অন্যদিকে মনিন্দর রেইড করে একের পর এক পয়েন্ট তুলে যাচ্ছিলেন দলের হয়ে। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে মাত করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল বেঙ্গল ওয়ারিয়র্স। অন্যদিকে আবারও পরাজিত হয়ে টেবিলের একেবারে নীচে রইল পাটনা পাইরেটস।
এরপর ২৬ আগস্ট ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে বেঙ্গল ওয়ারিয়র্স এর পরের খেলা লিগে ৫ নম্বরে থাকা হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে।