ঘরোয়া মরশুম শুরুতে ব্যর্থতা বাংলার দুই দলের

বাংলা – ০

বিহার – ১ (মহম্মদ সরফরাজ)

ঘরোয়া ক্রিকেট হোক কিংবা ফুটবল, বাংলার পারফর্মেন্স আপাতত মিশ্র। যেখানে ক্রিকেটে বারংবার সাফল্যের কাছে এসেও ফাঁকা হাতে ফিরতে হয় তাদের, অন্যদিকে ফুটবলের ক্ষেত্রে সোনালি ইতিহাস রয়েছে বাংলার কাছে। কিন্তু মঙ্গলবার ঘরোয়া ক্রিকেট ও ফুটবলে হার দিয়ে শুরু করল বাংলা।

বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচে গুজরাট হারিয়ে দিল বাংলাকে। মঙ্গলবার জয়পুরে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার নবনিযুক্ত অধিনায়ক সুদীপ চ্যাটার্জি।

গুজরাটকে প্রথম ইনিংসে ২৫৩/৮ –এ আটকে রাখে বাংলা, সৌজন্যে অশোক দিন্দার দুরন্ত বোলিং (৩-৫৮)। তবে দ্বিতীয় ইনিংসে চুড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২১৫ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। ওপেনিংয়ে নেমে একা কুম্ভের মত লড়ে গেলেও দলের জয় আনতে পারলেন না শ্রীবৎস গোস্বামী (৭৯)। এছাড়া অনুষ্টুপ মজুমদার (৩৯) শেষদিকে চেষ্টা করলেও বাংলাকে জয়ের পথ দেখাতে পারলেন না।

অন্যদিকে সন্তোষ ট্রফিতে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলা। মঙ্গলবার বিহার-এর বিরুদ্ধে ০-১ গোলে হেরে তাদের অভিযান শুরু করে। মূলত তরুণ ফুটবলারদের নিয়ে তৈরি দল নিয়ে রঞ্জন ভট্টাচার্য একেবারে দাবি করেছিলেন সন্তোষ ট্রফি তিনি আবার বাংলায় ফিরিয়ে আনবেন। কিন্তু ১৫ মিনিটে বিহার-এর মহম্মদ সরফরাজ-এর গোলে হেরে যায় তারা। গোটা ম্যাচে একেবারে হতশ্রী ফুটবল খেলে বাংলা। বলা বাহুল্য, এই বিহারই গত ম্যাচে উড়িষ্যার কাছে হেরেছিল ১-৬ গোলে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...