কন্যাশ্রীর পর এবার বিশ্বের দরবারে সম্মান কুড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজসাথী। রাষ্ট্রসংঘের ঘোষণা অনুযায়ী বিশ্বের পাঁচটি অনন্য প্রকল্পের ভিতর জায়গা করে নিয়েছে সবুজসাথী প্রকল্প। বিশ্বের প্রায় ৬৩টি দেশের ৫৫টি প্রকল্পের ভিতর রাষ্ট্রসংঘের বিচারে আন্তর্জাতিক সম্মান পেল সবুজসাথী প্রকল্প। ২০১৭ সালে কন্যাশ্রীর জন্য বিশ্বের দরবারে এমন সম্মান পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বারে আবারো সম্মানিত হয়ে আরো একটি পালক জুড়ে গেল সেই গৌরবে। সবুজসাথী ছাড়াও রাষ্ট্রসংঘের বিচারে পুরস্কৃত হবে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পটি। রাষ্ট্রসংঘের ক্যাপাসিটি বিল্ডিং বিভাগে ১৪৩টি প্রকল্পের মধ্যে প্রথম পাঁচের ভিতর স্থান করে নেয় উৎকর্ষ বাংলা প্রকল্পটি।
উল্লেখ্য, সুবজসাথী হল সরকারি বা আধাসরকারি বা সরকার পোষিত বিদ্যালয়গুলিতে স্কুলের প্রতি উৎসাহিত করতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করার প্রকল্প| সাথে সাথে উচ্চশিক্ষার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুপ্রেরণার জন্য এই প্রকল্পটি কাজ করে চলেছে। রাজ্যের ৪০লক্ষ ছাত্রছাত্রীদের এই প্রকল্পের তালিকাভুক্ত করা হয়েছে।