নভেম্বর মাসের ২১ ও ২২ তারিখ, অর্থাৎ মঙ্গলবার ও বুধবার কলকাতা শহরে বসছে ২০২৩ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তাই সম্মেলন শুরুর আগেই সেজে উঠেছে কলকাতা, রাজারহাট, সল্টলেক-সহ বিস্তীর্ণ এলাকা। জেনে নিন কেমন ভাবে সেজে উঠল শহর কলকাতা?
রাস্তায় সংস্কারের কাজ থেকে শুরু করে নতুন করে রং করার কাজ করা হয়েছে। অতিথিরা এয়ারপোর্ট থেকে কেউ রাজারহাট নিউটাউনে বা কেউ দক্ষিণ কলকাতার বিভিন্ন পাঁচতারা হোটেলে যাবেন, তাই সমস্ত বিষয় দেখে নতুন করে ফুটপাতে পেভার ব্লক বসানো হয়েছে।
অন্যদিকে রাস্তার রেলিং থেকে শুরু করে ফুটপাতের কার্ভ চ্যানেলে নীল – সাদা রংয়ের প্রলেপ দেওয়া হয়েছে। সৌন্দর্যের জন্য পথের দু’ধারে এবং ফ্লাইওভারের নীচে বাহারি গাছ গাছালি লাগানো হয়েছে।
শুধু এই নয়, শহরকে আলোকময় করতে স্ট্রীট লাইটগুলিকে এলইডি চেনে মুড়ে দেওয়া হয়েছে। ঠিক এইভাবেই গোটা শহরকে সাজিয়ে তোলা হয়েছে এই সম্মেলনের জন্যে।
পাশাপাশি পথে এখন যাতায়াত করলেই চোখে পড়ছে বড় বড় হোর্ডিং ও ব্যানার। সেখানে তুলে ধরা হয়েছে বাংলার উন্নয়ন এবং সাফল্যের খতিয়ান।
কিছু যায়গায় দেখা যাচ্ছে রাজ্যের স্কুল শিক্ষায় কত বিনিয়োগ হয়েছে, আবার কোনটায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধির হার কত আবার অনেক হোডিং-এ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলার অগ্রগতির পরিসংখ্যান দেখানো হয়েছে। কীভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলার ক্ষমতায়ন হয়েছে সে কথাও তুলে ধরা হয়েছে। এছাড়া গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সাফল্য পেয়েছে রাজারহাট নিউটাউন থেকে শুরু করে বিভিন্ন এলাকা। সেই বিষয়ের হোর্ডিং ও ব্যানার দেখা যাচ্ছে।
আজ অর্থাৎ মঙ্গলবার শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। জানা গিয়েছে যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই মূল অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান হবে। কনভেনশন সেন্টারের ঢোকার মুখেই দেখা যাবে মা দুর্গার মূর্তি।
বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে অতিথিরা যে যখন আসবেন সবার চোখে পড়বে মা দুর্গার এই মূর্তি। পুরো কনভেনশন সেন্টারে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কী কী সাফল্য এসেছে সব কিছু তুলে ধরা হয়েছে একাধিক হোর্ডিং – ব্যানারের মাধ্যমে।
তবে, এতদিন রাজারহাটের বিশ্ব বাংলা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারেহত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। কিন্তু এবার থেকে মোট তিনটি জায়গায় হবে এই সম্মেলন।
জানা গিয়েছে যে এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পাশাপাশি সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে । এছাড়া সাইনসিটি লাগোয়া বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে আলোচনা করা হবে সভা গুলির বড় অংশ।
পুরো সম্মেলনের আয়োজন এইবার দুর্দান্ত প্রস্তুতিতে করা হয়েছে। আজকে মাননীয়া মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা অডিটোরিয়াম লাগোয়া আরও দুটি মিনি এডিটোরিয়াম নিয়ে একটি অন্নেক্সচার বিল্ডিং এর উদ্বোধন করবেন। সকাল থেকেই দেশ-বিদেশের শিল্পপতি থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন।