জামাইষষ্ঠীতে মাছ মিষ্টিতেই জামাইবরণ

মঙ্গলবার গেছে জামাইষষ্ঠী, পঞ্চব্যঞ্জনে  জামাইকে আদর আপ্যায়ন করতে এই দিনটিকে কেন্দ্র করে সব সময়ই মুখিয়ে থাকেন শাশুড়িরা|কোনো খামতি থাকে না আপ্যায়নে আর জামাই বরণে তো মিষ্টি মাস্ট, মিষ্টিমুখ ছাড়া জামাইষষ্ঠী কি ভাবা যায়?কখনই না আর এবছর যখন পচা মাংস আর ফলের বাজারে নিপা ভাইরাস নিয়ে জোরদার আতঙ্ক তখন কোন দিকে পাল্লা ভারী হলো বাজারে ঠিকই ধরেছেন এবছররের জামাইষষ্ঠী গরিষ্ঠমাত্রায় পালিত হয়েছে মিষ্টি আর মাছেই|জামাই আপ্যায়নে তাই এবার সেখানে বাধ সেধেছে মরশুমী ফল আম,জাম,লিচু সেখানে বেশি জায়গা পেয়েছে রসগোল্লা দই-সন্দেশও|

পিছিয়ে নেই ইলিশ,চিতল,চিংড়ি বা পাবদাও| এদিন মাছের বাজারে দেখা গেল বেশ উপচে পরা ভিড়|অর্থাত বোঝা যাচ্ছে যে মাংসের স্বাদ বাঙালি জামাইদের জন্য বর্জন করা হলেও মাছ ‘নৈব নৈব চ’ জামাইষষ্ঠী উপলক্ষ্যে বাজারে এসেছিল বিশেষ মিষ্টি বেকড সন্দেশ,ম্যাঙ্গো রসগোল্লা ও স্পেশাল দই|কাঁঠাল আর খাসির মাংস খাবার বিশেষদিন এটি হলেও কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় জামাইষষ্ঠী পালনের ছবিটা ছিল একইরকম,তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম|ডিমভর্তি ইলিশ আর চিংড়ির দাম ছিল এদিন আকাশছোঁয়া|

jamai-content

এটা শেয়ার করতে পারো

...

Loading...