অনুষ্ঠান বাড়ি হোক বা উৎসব হাতে মেহেন্দি না পরলে সাজ সম্পূর্ণ হবে না। বহুকাল ধরে ভারতীয় নারী সাজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে রয়ে গিয়েছে মেহেন্দি। কিন্তু মেহেন্দি শুধু মাত্র হাতের সৌন্দর্য বাড়িয়ে তোলে এমনটা নয়, বরং বহু সমস্যার সমাধান রয়েছে মেহেন্দি পাতায়। চুলের গোড়ায় অনেক ফাঙ্গাসের ফলে খুশকির মতো চর্ম রোগ দেখা দেয়। এই খুশকি দূর করতে মেহেন্দি কার্যকরী। ডিম আর মেহেন্দি একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে নেওয়ার পর আধ ঘন্টা পর সেটা ধুয়ে ফেলতে হবে। বেশ কিছুদিন এই পদ্ধতি মেনে চললে খুশকির সমস্যা দূর হয় যাবে। শীতকালে বহু মানুষের পা ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়। প্রতিদিন মেহেন্দি পাতা বেটে পায়ের লাগালে আর পা ফাটবে না। কাজের চাপ ও অন্যান্য বিভিন্ন কারণে খুব কম বয়সেই এখন বলিরেখা ফুটে উঠেছে বহু মানুষ ত্বকে। এই সমস্যারও সমাধান সম্ভব মেহেন্দির মাধ্যমে। প্রতিদিন ফেসপ্যাকের সঙ্গে কয়েক ফোটা মেহেন্দি পাতার রস মিশিয়ে সেটা মাখলে এই সমস্যা দূর হবে।
অনেক সময়ে পুরনো ক্ষত আবার কোনও কারণে ফিরে আসে। এই ধরনের ক্ষত সহজে সারতে চায় না। কিন্তু মেহেন্দি পাতা বেটে প্রতিদিন সেই ক্ষত স্থানে লাগলে খুব শীঘ্রই সেই ক্ষত ঠিক হয় যাবে। এছাড়া নখের যত্নের জন্যও মেহেন্দি পাতা ভিজিয়ে, সেই জল খেতে হবে। এই নিয়ম প্রতিদিন মেনে চললে নখ আরও মজবুত হবে।