জীবনে বোনের প্রয়োজনীয়তা

একটা সময় ছিল যখন পরিবার বললে বোঝাতো একটি যৌথ পরিবারের কথা। কিন্তু দিন যত এগোচ্ছে যৌথ পরিবার থেকে ছোট হতে হতে অবশেষে তিনজনের সংসার হয়ে দাঁড়িয়েছে।সকল দম্পতিই এখন একটির বেশি সন্তান নিতে চাইছেন না। ফলে হয় একটি ছেলে নাহয় একটি মেয়েই থাকছে। ছোট পরিবার কি আদৌ সুখী পরিবার হচ্ছে এক্ষেত্রে?

 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জীবনে বেড়ে ওঠার প্রতিমুহূর্তে একজন মানুষের ভাই বা বোনের সংস্পর্শ দরকার হয়। ভাই বা বোনের সাথে বেড়ে ওঠা একটি শিশুর জন্য আনন্দজনক হতে পারে। ভাই বোন উভয়ের কথা বলা হলেও এক্ষেত্রে বিশেষজ্ঞরা বোনের থাকার কথা বেশি করে উল্লেখ করেছেন।এই নিয়ে করা নানা গবেষণা জানান দিয়েছে, ছেলে হোক বা মেয়ে, সঙ্গে যদি একটি বোন থাকে তাহলে তার বেড়ে ওঠা অনেকটা সহজ হয়ে থাকে। দেখে নিন কি কি ক্ষেত্রে একজন বোন হয়ে উঠতে পারে ভাই বা ওপর বোনের সবচেয়ে কাছের মানুষ.....

 

ভাই বোন বা দুই বোন একত্রে বড় হতে থাকলে তাদের মধ্যে সবচেয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরী হয়। এছাড়া একজন বোনের সংস্পর্শে থাকার ফলে ভাই বা অপর বোনের মনে প্রচুর পরিমান মায়া ও মমতার সৃষ্টি হয় এবং যথাসময়ে তা প্রকাশও পায়। বোনের প্রভাবে তাড়াতাড়ি ম্যাচুরিটিও আসে বলেই জানা গেছে।৩৯৫ টি পরিবারের উপর পরীক্ষা চালানোর পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, ভাইবোনের মধ্যে ঝগড়া ভাইয়ের মানসিক বিকাশ ঘটাতেও প্রভূত সাহায্য করে থাকে

এটা শেয়ার করতে পারো

...

Loading...