শীত এলেই বাড়িতে আসে গ্লিসারিন। শীত পড়তে না পড়তেই শুষ্ক ত্বকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ব্রণ ও র্যাশের পাশাপাশি ত্বক শুষ্ক হয়ে যাওয়ার ফলে ত্বক ফেটে যায়। এই সমস্যার সমাধান শুধু মাত্র ময়েশ্চারাইজার নয়, রয়েছে আরও একটি সহজ উপায়। নাম হল গ্লিসারিন। প্রকৃতি থেকে সৃষ্ট একটি গন্ধহীন তরল, দেখতে অনেকটা জলের মতো। শীতকালে ত্বকের বহু সমস্যার ওষুধ হিসেবে ব্যবহৃত হয় গ্লিসারিন। সরাসরি ত্বকে ব্যবহার করা যেতে পারে এই তরল। তবে কেউ যদি চায় তাহলে ময়েশ্চারাইজার, গোলাপ জল বা অন্যান্য কোন প্রসাধনী প্রোডাক্টের সঙ্গে মিশিয়ে গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। ত্বকের যত্নের জন্য ত্বক পরিষ্কার রাখা খুবই জরুরি। প্রতিদিন ত্বক পরিষ্কার রাখার জন্য অনেকেই ফেসওয়াশ ও ক্লিনজিং মিল্ক ব্যবহার করা হয়। এই ত্বকের পরিস্কারের জন্য গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে ।
ত্বকের অন্যান্য সমস্যাগুলোর যেমন-ব্রণ ও র্যাশ জাতীয় সমস্যাও কমে যাবে প্রতিদিন গ্লিসারিন ব্যবহার করলে। গ্লিসারিনে ট্রাই হাইড্রক্সি অ্যালকোহল রয়েছে যা তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করে। ত্বকে মেকআপ করার পর সেটা যদি সম্পূর্ণ ভাবে তোলা না যায় তাহলে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। কিন্তু গ্লিসারিন ব্যবহার করলে খুব সহজেই এই মেকআপ তুলে ফেলা সম্ভব। তাই মেকআপ রিমুভার হিসেবেও গ্লিসারিন ব্যবহার করা হয়।
তবে গ্লিসারিন ব্যবহার করলে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেমন- গ্লিসারিন ব্যবহার করার পর রোদে বেরনো যাবে না। বেরলে ত্বকে আরও বেশি ট্যান পড়বে।
ত্বকের পাশাপাশি চুলের আদ্রর্তা বজায় রাখতেও চুলে গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। জলে অল্প গ্লিসারিন মিশিয়ে চুলে স্প্রে করলে চুলের রুক্ষতা দূর হয়।