খেজুর খুবই পরিচিত নাম। আর খেজুর বলতেই আমাদের মাথায় আসে মিডল ইস্ট এর কথা| খেজুরে প্রচুর পরিমানে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড থাকে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত কার্যকরী|
কিন্তু আপনি কি জানেন খেজুরের তেল আপনার ত্বক ও চুলের জন্য কতটা উপকারী?
কারণ খেজুরে থাকে ভিটামিন বি ও আইরন| সেই খেজুর থেকে নির্যাসিত তেল যদি সপ্তাহে দুবার কেউ মাথায় লাগায় তাহলে তাঁর চুল পড়া কমবে নিশ্চিত রূপে|
কারণ খেজুরে থাকে ফ্যাটি অ্যাসিড (ওমেগা-৩, ওমেগা-৬, ওমেগা-৯) যা চুল ও মাথার ত্বককে অফুরন্ত পুষ্টি যোগায়|
এছাড়াও খেজুরের বীজের তেল অনেক বেশি উপকারী.....
১) ভিটামিন বি ও অ্যামিনো অ্যাসিড থাকায় এই তেল চুলের ঘনত্ব বাড়ায়|
২) চুলের গোড়ায় অর্থাৎ স্কাল্প-এ পুষ্টি দান করে স্বাস্থ্যাজ্জ্বল চুল পেতে সাহায্য করে|
৩) বয়স হলে চুলের মেনালিনের অভাবে চুল পেকে যায়, কিন্তু কিছু কিছু মানুষের চুলে মেনালিনের অভাবে বয়েসের আগেই চুল পেকে ধূসর রঙের হয়ে যায়| এটি চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সহায়তা করে, ফলে বয়েসের আগে কারোর চুল পেকে যায় না।
৪) এতে ফ্যাটি অ্যাসিড থাকে, যা চুলকে নরম করে তোলে|
৫) খেজুরের তেলে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারোটিনয়েড থাকায় এটি চুলের অনেক অভ্যন্তরীণ সমস্যার সমাধান করে|