আমরা আমাদের ত্বকের জন্য কত কিছু করি...অনেক ডাক্তার দেখাই অনেক রেমেডি ব্যবহার করি, কিন্তু কিছু সমস্যা থেকে রেহাই পাই না| এমনই একটি সমস্যা হলো স্কিনের অশুদ্ধি ও টক্সিন| এই সমস্যায় আজকাল সবাই জর্জরিত| নিরাময় করার জন্য গ্রীন টি খাওয়া থেকে শুরু করে নানারকমের ফেসওয়াস ব্যবহার করি আমরা| কেউ কেউ তো নিয়ত ফেসিয়াল করতেও রাজি থাকে| চলতে থাকে নানা পর্যবেক্ষণ|
কিন্তু আপনি কি জানেন, টক্সিনমুক্ত কোমল ত্বক পাওয়ার জন্য অ্যাক্টিভ চারকোল সব থেকে বেশি কার্যকরী?
হ্যাঁ, চারকোলের মধ্যে এমন কিছু বৈশিষ্ট থাকে যাতে এটি আমাদের ত্বকের থেকে ৬০% টক্সিন শোষণ করতে সক্ষম|
এবার জানব এটি কি করে আপনি আপনার ত্বকে ব্যবহার করবেন...
প্রথমত, আপনি যেকোনো এসেনসিয়াল অয়েল ও সামান্য জল নেবেন, আর ভালোভাবে মিশিয়ে নেবেন|
দ্বিতীয়ত, ওই মিশ্রণটিতে মার্কেট থেকে কেনা এক চিমটে বেন্টনাইট মাটি অথবা মুলতানি মাটি মিশিয়ে নেবেন| এটি আমাদের স্কিনের টক্সিন দূর করতে কার্যকারী উপাদান|
তৃতীয়ত, এবার মিশ্রণটিতে সামান্য পরিমাণ চারকোল ও টাটকা মধু যুক্ত করতে হবে| মধু আমাদের ত্বককে কোমল করে, এছাড়াও মধুতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি যথাযুক্তভাবে আমাদের ত্বকের রক্ষা করে|
এই মিশ্রণটিকেই বলা হয়, 'চারকোল মাস্ক'| এই মাস্কের প্রলেপ আমরা ত্বকে লাগিয়ে ২০মিনিট মত রেখে...শুকিয়ে নেব| তারপর মাস্কের মত ধীরে ধীরে তুলে দেব|
এছাড়াও আপনি যদি বাড়িতে এই মাস্কটি বানানোর সময় না পান, তাহলে মার্কেট থেকে কিনেও ব্যবহার করতে পারেন| ফলাফল আপনি নিজে অনুভব করতে পারবেন| আর এই রেমেডি কাজ দিলে আপনার অভিজ্ঞতা অবশ্যই জানাবেন জিয়ো বাংলার কমেন্ট বক্সে।