ফটকিরির সাথে কমবেশি সবাই পরিচিত। সাধারণত জলকে পরিশোধন করার জন্য ব্যবহৃত হয় এই ফটকিরি। কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার এই বস্তুটি শুধু জল পরিশোধন করতেই নয় আরো নানান কাজে ব্যবহার করা যায়। ত্বকের সমস্যা থেকে শুরু করে চুলের সমস্যা উপকারে আসে ফটকিরি। চলুন জেনে নেওয়া যাক, এই ফটকিরির কিছু অজানা ব্যবহার। ব্রণতে বিশেষ উপকার করে ফটকিরি। এক চামচ মুলতানি মাটির সঙ্গে ২ চামচ ডিমের সাদা অংশ এবং এক চামচ ফটকিরির গুঁড়ো মিশিয়ে প্যাক বানিয়ে মুখে মেখে ১৫ মিনিট পর ধুয়ে ফেললে ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তার জন্য অবশ্য এই প্যাকটি সপ্তাহে ৩দিন ব্যবহার করতে হবে। ডিওড্র্যান্ট হিসেবেও ব্যবহার করতে পারেন ফিটকিরি। মস্তকি, যা এক ধরণের গাছের আঠা তার সাথে ফটকিরির গুঁড়ো মিশিয়ে নিজেই তৈরী করতে পারবেন নিজের ডিওড্র্যান্ট। মুখ থেকে ব্যাকটেরিয়া দূর করতে এক গ্লাস ফুটন্ত গরম জলে এক চিমটে নুন এবং এক চিমটে ফটকিরি গুঁড়ো মিশিয়ে জলটি ঠান্ডা হলে কুলকুচি করে নিলেই মুক্তি পাওয়া যাবে মুখের ক্ষতিকারক ব্যাক্টেরিয়া থেকে। অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রেও ফটকিরির অবদান অনস্বীকার্য। ফটকিরি জলে ভিজিয়ে সেই ভেজা ফটকিরিটি মুখে ভালো করে ঘষে নিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। লাগিয়ে নিতে হবে পছন্দের ক্রিম। বয়সের ছাপ পড়বেনা মুখে।