আলোভেরা আমাদের একটি অতি পরিচিত নাম| গায়ে মোমের প্রলেপ মাখা এই গাছের আকৃতি অনেকটাই আলাদা অন্যান্য গাছের থেকে| সমস্ত গুণ ধারণ করে রাখে শরীরের ভিতরে| এই গাছের ভিতরে একরকমের স্বচ্ছ জেল পাওয়া যায়, যাকে বলে আলোভেরা জেল|
এতে ভিটামিন সি, ভিটামিন ই ও বিটা কেরোটিন আছে যা আমাদের ত্বক ও চুলের জন্য একটি প্রাকৃতিক এবং অত্যন্ত উপকারী উপাদান| এতে আন্টি অক্সিডেন্ট ও নিউট্রিয়েন্স থাকে, তাই এটি পুষ্টি যোগাতে কার্যকরী|
১) আপনি কি রুক্ষ চুলের সমস্যায় ভুক্তভুগী? তাহলে আলোভেরা জেল, নারকেলের তেল, আপনার পছন্দ মত একটু কনডিশনার আর অলিভ অয়েল মিশিয়ে যে মিশ্রণটি হবে চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট মতো রেখে চুল ধুয়ে নিলেই দেখবেন আপনার স্ক্যাল্পের রুক্ষতা দূর হবে|
২) আমাদের রোদে জ্বলে যাওয়া স্কিন কে আলোভেরা জেল প্রয়োজনীয় পুষ্টি দেয়| এতে রয়েছে হিলিং প্রপার্টি| আলোভেরা জেল-কে ফ্রিজে রেখে সেই জমে যাওয়া কিউবকে স্কিনে লাগালে লাভ পাবেন|
৩) এটি আমাদের স্কিনের ওপর মেকআপ প্রাইমারের কাজ করে| অর্থাৎ এটি আগে লাগিয়ে নিয়ে একটু শুকিয়ে তারপর মেকআপ করতে পারেন অনায়াসে|
৪) আমাদের চোখের চারপাশের ডার্ক সার্কল নিরাময় করতেও কার্যকরী উপকরণ আলোভেরা| আলোভেরা জেলটি নিয়মিত যথাযুক্ত জায়গায়(চোখের চারপাশে) লাগিয়ে ১৫মিনিট ম্যাসাজ করলেই ফলাফল পাবেন| এটি ডার্ক সার্কল এর সাথে কুঁচকে যাওয়া ত্বকের সমস্যাও দূর করে|
৫) এটি খুব ভালো নাইট ক্রিম হিসাবে কাজ করে, অর্থাৎ ত্বককে পুনরুজ্জীবিত করে তুলতে এটি খুবই উপকারী|
6) এটি খুব ভালো ওয়াক্সিং জেল হিসাবে কাজ করে, যাদের স্কিন খুব সেনসিটিভ, কোনো কেমিকাল ওয়াক্সিং জেল অর ক্রিম ব্যবহার করতে পারেন না তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। এটি লাগিয়ে আপনি অনায়াসে লোমহীন ত্বক পেতে পারেন, এটি ত্বককে মসৃন করে আর লোমের কোষকে নরম করে।
৭) আলোভেরা জেলের সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে ত্বকের উপযোগী প্রাকৃতিক স্ক্রাবার তৈরী করা যায়|
৮) আলোভেরা জেলের সাথে সামন্য মধু মিশিয়ে সেই মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে নিলে এটি আমাদের ত্বককে কোমল করে তোলে| এই মিশ্রণটির সাথে যদি অল্প নারকেল তেল মিশিয়ে নেওয়া যায় তাহলে সেটি আমাদের মেক-আপ রিমুভারের কাজ করে|
৯) অনেক সময় আমরা চুলের স্টাইল করতে গিয়ে স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করতে গিয়ে ত্বক পুড়িয়ে ফেলি, এইরকম হলে একটা পাত্রে একটু হলুদ নিয়ে টানতে আলোভেরা জেল দিয়ে লেই বানিয়ে সেটি লাগালে কাজ দেবে| এছাড়াও কোনো পোকা কামড়ালে এই জ্বালা থেকেও রেহাই পাওয়া যায় এই জেল লাগিয়ে|
১০) আলোভেরা জেলের আন্টি-ফ্যাঙ্গল ও আন্টি-ভাইরাল উপাদানের জন্য এটি খুব উপকারী ড্যানড্রফ সমস্যার জন্য| মেথি পেস্টের সাথে আলোভেরা জেল মিশিয়ে কালে লাগালে ড্যানড্রফ মুক্ত চুল পাওয়া যায়|
১১) এছাড়াও আলোভেরা জেল, একটু জল আর গ্লিসারিন দিয়ে একটি মিশ্রণ তৈরী করা হয় যা আপনি চুলের সিরাম হিসাবে ব্যবহার করতে পারবেন| এটি শুকনো চুলে লাগিয়ে ৫০ মিনিট রেখে আপনার পছন্দের মত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারেন| এটি একটি প্রাকৃতিক কনডিশনার-এর কাজ করে|
আলোভেরা জেল আমাদের ত্বক ও চুলের জন্য যেমন ভালো তেমনি এটি আমাদের পেটের বিভিন্ন সমস্যা দূর করে, বিশেষত হজমের সমস্যা|
এছাড়াও এটি আমাদের ইউরিনারী তন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়, রক্তকে পরিশুদ্ধ করে হার্টকে কার্যকরি করে তোলে|
অর্থাৎ আলোভেরা জেল একটি স্বচ্ছ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান যা সহজলভ্য এবং দৈনন্দিন জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।