৫টি রোগের মোক্ষম দাওয়াই ভ্যালেন্টাইনস ডে’ তে গোলাপের পাপড়ি

ভ্যালেন্টাইনস ডে’ তে গোলাপ শুধু উপহার দেবেন না,গোলাপ খান সুস্বাস্থ্যর জন্য|এবার রোজ ডে কিংবা ভ্যালেন্টাইনস ডে’ তে আপনার প্রিয় মানুষটিকে গোলাপ উপহার দেবেন ভাবছেন নিশ্চই|গবেষকরা জানাচ্ছেন, শুধু উপহার হিসেবে নয়, গোলাপ খেতে শুরু করুন| ভ্যালেন্টাইনস ডে’ কে সামনে রেখে প্রচুর সংখ্যায় গোলাপ বিক্রি হয়|সুন্দর দেখতে এই ফুলটিযে কোনো বিশেষ উপলক্ষে উপহার হিসাবে দেওয়া হয়|কিন্তু গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য|গোলাপ খেলে কি কি উপকার জানাচ্ছেন বিশেষজ্ঞরা|

ওজন কমানোর ভালো উপায় গোলাপ|কারণ এর পাপড়িতে এমন কিছু উপাদান থাকে যা ওজন কমাতে সাহায্য করে|মেথির সঙ্গে গোলাপের পাপড়ি জলে মিশিয়ে পেস্ট তৈরী করে খান|তাহলে আপনার অতিরিক্ত ওজন কমবে|শুধু তাই নয়,গোলাপের পাপড়ি খেলে আপনার মেটাবলিজম বা শরীরের ভেতরে রসায়নি রূপান্তর বাড়বে, সেই সঙ্গে অতিরিক্ত ক্যালরি ঝরবে|

মুখে ব্রনর দাগ নিয়ে যারা বিরক্ত, তাদেরও সাহায্য করবে গোলাপের পাপড়ি|গোলাপের পাপড়ির জল ছিটিয়ে দিন, এরপর মুলতানি মাটির সঙ্গে পাপড়ি দিয়ে পেস্ট করুন|তারপর সেটা মুখে মাখুন|দেখবেন আপনার ব্রনের দাগ যেমন কমতে শুরু করবে তেমনই উজ্জ্বল হবে মুখের ত্বক|

বাড়িতে গোলাপ পাপড়ির পেস্ট বানিয়ে সারা শরীরে মাখতে পারেন, তাতে ত্বকের উপকার তো হবেই সঙ্গে লোমকূপগুলিকে কমিয়ে দেবে|

শরীর ও মনের বিশ্রাম দিতেও সাহায্য করে গোলাপের পাপড়ি|গরম জলে গোলাপের পাপড়ি দিয়ে স্নান করুন| দেখবেন মনের জোর বেড়ে যাবে|

গোলাপের পাপড়ি কামোদ্দীপক হিসাবেও কাজ করে|গবেষণায় এর পাপড়ি শরীরের মধ্যে আনন্দ ডেকে আনে| যার ফলে আপনার যৌন ক্ষিদে আরো বেড়ে উঠবে|  

Nemai Panda

এটা শেয়ার করতে পারো

...

Loading...