এমন কোনও ক্রিকেটপ্রেমী সম্ভবত নেই, যারা অ্যাসেজ এর তৃতীয় টেস্ট এর চতুর্থ ইনিংসে বেন স্টোকস এর অসাধারণ ইনিংসের সাক্ষী থাকেননি। তার দুর্দান্ত শতরানের দৌলতে ইংল্যান্ড অ্যাসেজে সমতা ফিরিয়ে আনে। আর তার ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ এর ক্লাব নিউক্যাসল ইউনাইটেড তাকে খেলার জন্য প্রস্তাব দিল।
রবিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারায়। কিন্তু সেই ম্যাচের আগে নিউক্যাসল এর ম্যানেজার স্টিভ ব্রুস দেখছিলেন বেন স্টোকস এর খেলা। আর ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি প্রশংসায় ভরিয়ে দেন স্টোকসের।
“আমি জানি না কোনটি বেশি টেনশনের ছিল, টেস্ট ম্যাচের শেষ ১০ মিনিট নাকি এই ম্যাচ (নিউক্যাসল বনাম টটেনহ্যাম)। এমনি সময়ে আমি খবর পড়ে নিই অন্যান্য খেলার। কিন্তু যখন এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে তখন কি করে আপনি না দেখে থাকতে পারেন।”
পাশাপাশি তিনি মস্করার ছলে নিউক্যাসলের পরের ম্যাচ খেলার জন্য আর্জিও জানান, স্টোকসকে। তিনি বলেন “আগামী সপ্তাহে বেন স্টোকস আমাদের হয়ে নিশ্চই সেন্টার হাফে খেলতে পারেন।”
নিউক্যাসলের রেকর্ড সাইনিং জোয়েলিনটন এর ২৭ মিনিটের গোলে টটেনহ্যামকে হারায় তারা। এরপর ঘরের মাঠে ওয়াটফোর্ড এর বিরুদ্ধে খেলবে নিউক্যাসল।