পরিবেশ বাঁচাতে দৃষ্টান্ত স্থাপন বেলুড় মঠের

দূষণ কমাতে বেলুড় মঠের আসন্ন উৎসবের তালিকা থেকে বাদ পড়ল বাজি পোড়ানো  আগামী ৮ই মার্চ থেকে বেলুড় মঠে অনুষ্ঠিত হতে চলেছে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৪ তম জন্ম মহোৎসব  এই উৎসবের বরাবরের একটি বিশেষ পর্ব ছিল আতশবাজি পোড়ানো।  পরিবেশ রক্ষার পাশাপাশি মঠের  গঙ্গার পাড়  ও ঘাট নির্মাণের কথা মাথায় রেখে ভক্তদের নিরাপদে বসে থাকা বা বাজি পোড়ানো উৎসব প্রত্যক্ষ করবার নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী উৎসবের জন্য বাজি পোড়ানো বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছেন বেলুড় মঠ  কর্তৃপক্ষ। 

 জল, বায়ু এবং শব্দ দূষণের কথা মাথায় রেখে আগামী উৎসবে বাজি পোড়ানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বেলুড়মঠ কর্তৃপক্ষ বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।  আগামীতেও এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। আতশবাজি পোড়ানোর বদলে ভক্তদের জন্য আধুনিক  লেজার শোয়ের আলোর খেলা  দেখানো যেতে পারে বলেও বিবেচনা করছেন তারা বলে জানিয়েছেন সুবীরানন্দ  মহারাজ। 

প্রতি বছর বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্ম উৎসব পালিত হয় ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায়। এর পরের সপ্তাহে রবিবার মেলা জন্মোৎসব অনুষ্ঠিত হয়  আগামী ৮ ই মার্চ শুক্রবারে অনুষ্ঠিত হবে ঠাকুরের জন্মতিথিত উৎসব এবং ১৭ই মার্চ রবিবার পালিত হবে জন্মমহোৎসব মেলা। অগণিত ভক্তের সমাগমে এই দিনগুলোতে ভরে উঠবে বেলুড় মঠ প্রাঙ্গন। দেশ-বিদেশ থেকে বহু ভক্ত জড়ো হবেন ঠাকুরের জন্মমহোৎসবে। এতদিন রবিবারের উৎসব ও মেলা শেষে অনুষ্ঠিত হয়ে আসছিল আতশবাজি উৎসব। নিরাপত্তা রক্ষার্থে গঙ্গাবক্ষে ভাসমান বার্জের ওপরেই এতদিন  দেখানো হত রোশনাইয়ের খেলা। গঙ্গার দুই পাড় জুড়ে নানা রকম আলো এবং শব্দ বাজির খেলা লক্ষ্য করত  অগণিত মানুষ।  এই প্রথম আতশবাজি পোড়ানোর পর্ব বাদ দিয়ে পরিবেশকে ক্রমাগত দূষণ থেকে বাঁচাতে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বেলুড় মঠ। এই খবরে খানিকটা আশাহত হলেও ভক্তগন পরিবেশ বান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।  এই দৃষ্টান্ত অন্যদের কাছেও পাথেয়  হবে বলে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদরাও। 

বেলুড় মঠের মত আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান যখন এমন পরিবেশ দূষণ নিরোধক সিদ্ধান্ত নিয়েছে, দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের দরবারে তথা শ্রী রামকৃষ্ণ ঠাকুরের অজস্র অনুসারীদের কাছেও সেই বার্তা পৌঁছবে বলে আশা করা যায়। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...