বেলগাছিয়া যুব সম্মিলনী | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিলেন বেলগাছিয়া যুব সম্মিলনী ক্লাবের পুজোর সহ সম্পাদক শ্রী অভিষেক সাহা, ক্লাবের দুই অন্যতম সদস্য অনির্বান সাধক এবং মৌমিতা সাধক। সঞ্চালক শ্রেষ্ঠার সাথে পুজো আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে এসে তারা ভাগ করে নিলেন ক্লাব ও পুজো সম্পর্কে নানা কথা। তারা জানালেন, ৭৫ তম বর্ষে দাঁড়িয়ে এই ক্লাবের থিম 'ফিরবো বললেই কি ফেরা যায়'? ক্লাবের সদস্যবৃন্দ জানালেন, ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে আমাদের জীবন থেকে হারিয়ে যায় অনেক মূল্যবান মুহূর্ত।

সেইসব মুহূর্ত যদি আবারও ফিরিয়ে আনা যায় একজন মানুষের জীবনে তখন তার আনন্দের সীমা থাকে না। কিন্তু সত্যিই কি ফেরা যায় কোনোদিনও ফেলে আসা সেই দিনগুলিতে? এই প্রশ্নটিই এবার দর্শনার্থীদের সামনে তুলে ধরছে এই ক্লাব। দীর্ঘদিনের পথচলা হলেও মাত্র তিন বছর ধরে থিমপুজো করছে এই ক্লাবটি। তবে হঠাৎ সাবেকি থেকে থিমে পরিবর্তনও পাড়ার প্রবীণদের মেনে নিতে অসুবিধা হয়নি বলেই জানিয়েছেন এ ক্লাবের সদস্যবৃন্দ। জানা গেছে, সন্ধিপুজোর দিন প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে ভোগের আয়োজন সমস্ত দায়িত্বই থাকে ক্লাবের মহিলাবাহিনীর হতে।

দশমীর দিন প্রথা মেনে সিঁদুরখেলার মধ্যে দিয়েই উমাকে স্বামীর ঘরে ফেরত পাঠান এই ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তমী থেকে দশমী প্রতিদিনই থাকে ভোগের আয়োজন। প্রায় হাজার লোককে ভোগ খাওয়ানো ব্যবস্থা থাকে। থিম সাবেকি পুজোর মেলবন্ধন দেখতে হলে পৌঁছে যেতেই হবে বেলগাছিয়া যুব সম্মিলনী ক্লাবের পূজা মণ্ডপে।আর তার জন্য নোয়াপাড়া বা কবিসুভাষগামী মেট্রো করে এসে নামতে হবে বেলগাছিয়া মেট্রো স্টেশনে। সেখান থেকে ক্ষুদিরাম বোস সরণি ধরে মিনিট দশেক হাঁটলেই পৌঁছে যাবেন এই ক্লাবের সুসজ্জিত পুজো মণ্ডপে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...