বেলেঘাটা সন্ধানী | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

“ভোর বেলার শীতল বাতাস, ছাতিম ফুলের গন্ধ,

শিউলি ফুলের শ্বেত বর্ণের, বাহার-ই যে অন্য।

শিশির ভেজা ঘাসের আগা দিচ্ছে যে ডাক,

মা আসছে, তোরা সবাই তৈরী থাক।”

দেখতে দেখতে পেরিয়ে গেল প্রায় একটি বছর। তাই আবার নতুন করে প্রস্তুতী শুরু হয়ে গেছে আপামর বাঙালির। হাজার হোক দুর্গা পুজো বলে কথা। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিল বেলেঘাটা সন্ধানী ক্লাবের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন পূজা কমিটির সহ-সম্পাদক গৌতম সাহা ও সাধারণ সদস্য চন্দন মন্ডল। সঞ্চালক সিঞ্চিতার সাথে  জানলাম তাদের পুজোর বহু জানা-অজানা কথা। ৫০তম বর্ষে পদার্পন করল তাদের পুজো। আর সুবর্ণ জয়ন্তী বর্ষে যে ক্লাবে চমক থাকবে তা বলাই বাহুল্য।

এক বছর হয়েছে সাবেকি পুজো ছেড়ে থিম পুজোয় প্রবেশ করেছে তারা। আর তাদের এবারের থিম “পরমাত্মীক”। গতবছর পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কেসারি নাথ ত্রিপাঠির হাত ধরে তাদের পুজোর উদ্বোধন হয়ে, তাদের চলতি বছরের পরিকল্পনাও তাই। পয়লা অক্টোবর অর্থাৎ দ্বিতীয়ার দিন উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের পুজোর পথচলা।  থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। অষ্টমীর দিন সকল পল্লিবাসীদের নিয়ে থাকবে মহাভোজের আয়োজন।  তাছাড়াও পুজোর বাকি দিনগুলিতে বিভিন্ন অনুষ্ঠানে মেতে থাকে পল্লিবাসীরা। দশমী নয়, একাদশী নয় সেই দ্বাদশী-র দিন রীতি অনুযায়ী সিঁদুর খেলা ও বরণের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় মা কে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...