বেলেঘাটা ৩৩ নং পল্লীবাসী বৃন্দ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

কলকাতায় যত পুরোনো পুজো রয়েছে তার মধ্যে অন্যতম এই বেলেঘাটা ৩৩ নং পল্লীবাসী বৃন্দ ক্লাবের পুজো। ২০০১ সাল থেকে কেবল থিমেই তারা দর্শনার্থীদের ভিড় সামলেছেন। আর এবছর বিশেষ চমক নিয়ে তারা হাজির হচ্ছে থিমের লড়াইয়ে।‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত ছিল বেলেঘাটা ৩৩ নম্বর পল্লীবাসী বৃন্দ। সঞ্চালক সিঞ্চিতার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের তিন সাংস্কৃতিক সম্পাদক সাগর পাল, অয়ন আঢ্যসৌরভ দাস

এই বছর বেলেঘাটা ৩৩ নম্বর পল্লীবাসী বৃন্দ তাদের পুজোর ১৯তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আর এই বছর তাদের থিমের নাম ‘সবার উর্দ্ধে মানুষ’। কিন্তু এর বেশি থিমের ব্যাপারে জানান যায় নি তাদের তরফ থেকে।পাড়ার সকলকে নিয়েই এই পুজো। আর তাই পাড়ার সকলকে এক করতে নবমীর দিন ভোগের আয়োজন করা হয়। শুধুমাত্র পাড়া নয়, সাধারণ দর্শনার্থীরাও গ্রহন করতে পারেন পুজোর ভোগ। এছাড়াও গরীব শিশুদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা করে রাখেন তারা।বেলেঘাটা ৩৩ নম্বর পল্লীবাসী বৃন্দ ক্লাবে আসতে গেলে বাস বা ট্রেনে করে আসতে ববে শিয়ালদহ স্টেশন। সেখান থেকে বেলেঘাটা যাওয়ার বাস ধরে নামতে হবে বেলেঘাটা এলাহাবাদ ব্যাঙ্ক স্টপেজে। সেখান থেকে কিছুটা হাটলেই পৌছে যাবেন তাদের পুজোমন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...