প্রাচীন যুগ থেকেই আমরা বিভিন্ন শিল্পকর্মে 'ইরোটিকা'র উপস্থিতি দেখে এসেছি। চিত্র, চলচ্চিত্র, ভাস্কর্য, ফটোগ্রাফি, নাটক, সঙ্গীত, সাহিত্য ইত্যাদি যাবতীয় শিল্পকর্মে কামোদ্দীপকমূলক বিষয়বস্তু স্থান পেয়ে এসেছে। গ্রিক শব্দ 'ইরোস', যার অর্থ কাম/ভালোবাসা, এর থেকেই উদ্ভূত হয়েছে ইরোটিকা। এবার সেরকমই এক 'ইরোটিকা স্টোরি' নিয়ে হাজির হয়েছে এএলটি বালাজি-র নতুন ওয়েব সিরিজ 'বেকাবু'!
ব্যস্ততম রেলপথ, সাঁইসাঁই করে ছুটে চলেছে একের পর এক ট্রেন, কিন্তু সে সবকিছু উপেক্ষা করে ট্রেনলাইনের উপরেই যৌনতায় মেতে উঠেছে দুই তরুন-তরুনী; চলতি মাসের শুরুতেই এহেন ট্রেলারে 'বেকাবু' সাড়া ফেলেছিল নেট দুনিয়ায়। নভোনীল চক্রবর্তীর বেস্টসেলার "ব্ল্যাক সুটস ইউ"-কে আধার করে রহস্য, ড্রামা আর ভরপুর যৌনতার গল্প নিয়ে ইতিমধ্যেই ১৫ মে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটি।
এই ওয়েব সিরিজের নায়ক একজন খ্যাতনামা 'ইরোটিক স্টোরি'র লেখক। তার ব্যক্তিগত জীবনেও সে পছন্দ করে ডার্ক ফ্যান্টাসি। হঠাৎই সে খুঁজে পায় একটি মেয়েকে, যে বিভিন্ন মানুষকে তার শরীরী মোহ-ফাঁদে ফেলে। তারপরই তাদের দুজনের জীবনেই আসে নয়া মোড়...এভাবেই এগোতে থাকে গল্প। 'বেকাবু'র মুখ্য অভিনেত্রী প্রিয়া ব্যানার্জীর কথায়, "বারিশ-এর পর এএলটি বালাজির নতুন এই প্রজেক্টে কাজ করতে পারাটা আমার কাছে খুব আনন্দের। বারিশ এ আমি যেধরনের চরিত্রে অভিনয় করেছিলাম তার থেকে সম্পূর্ণ ভিন্ন একটা চরিত্র 'কাশতি'(বেকাবু-তে এই নামেই দেখা যাবে তাকে)। আমি খুব খেটেছি এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে। আশাকরি দর্শকরা পছন্দ করবেন তা|"
ওয়েব সিরিজের নায়ক, যিনি ইরোটিক গল্প-লেখকের চরিত্রে রয়েছেন সেই রাজীব সিদ্ধার্থের কথায়, "বেকাবু'র শুটিং, সমস্ত কলাকুশলীদের সঙ্গে কাটানো মুহুর্তগুলো আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ-স্মৃতিমেদুর মুহুর্ত হয়ে থাকবে। এটা একটা দারুণ গল্প, আমার চরিত্রটার একটা গভীর দিক রয়েছে, আশাকরি 'বেকাবু'র মধ্যে দিয়ে দর্শক একেবারে অভিনব কিছু দেখতে পাবেন।"