আজকের এই থিম পুজোর সময় সাবেকিয়ানার মাহাত্ম্য কি তা আমরা ভুলেই গেছি। ঐতিহ্যের এই সাবেকিয়ানা ইতিহাসে অভিজাত, গর্বে অভিজাত, সৌন্দর্যে অভিজাত। আর সেই অভিজাত সাবেকিয়ানাকে অন্যান্য বছরের মত এই বছরও তুলতে চলেছে বেহালা নেতাজী সড়ক আঞ্চলিক অধিবাসী বৃন্দ।
‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে হাজির হয়েছিল এই ক্লাবের সদস্যবৃন্দ। সঞ্চালক সিঞ্চিতার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সম্পাদক সুমিত সরকার এবং ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক অয়ন সরকার ও শ্যামল বৈরাগ্য।এই বছর বেহালা নেতাজী সড়ক আঞ্চলিক অধিবাসী বৃন্দ ক্লাবের পুজো ৪২তম বর্ষে পড়তে চলেছে। থিমের পুজোর ভিড়েও তারা সাবেকিয়ানায় আজও রয়েছে বিদ্যমান। আর এই বছর তাদের সাবেকি পুজোয় বিশেষ ভাবনা ‘নীল নীলিমায় অভিজাত সাবেকিয়ানা’। প্রতিমা শিল্পী সেন্টু কর্মকারের হাত ধরে তৈরি হচ্ছে মায়ের অপরুপ মূর্তি।
অন্যান্য সাবেকি পুজোর মত এখানেও পুজোর প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আর খাওয়াদাওয়ার দিক থেকে বলা যায়, অষ্টমীর দিন যেমন মহাভোগ দেওয়া হয় পাড়ার সকলকে, তেমনিই দশমীতে পান্তাভাত ভোগ প্রদান করা হয়ে থাকে। দমদম কিংবা কবি সুভাষগামী মেট্রোয় চেপে নামতে হবে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) মেট্রো স্টেশনে। সেখান থেকে মুচিপাড়া যাওয়ার কোনও বাস বা অটো ধরে নামতে হবে নেতাজী সড়ক স্টপেজে। সেখানে নামলেই পেয়ে যাবেন তাদের পুজো মন্ডপ।