বেহালা মুকুল সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

শুরু হয়ে গেছে পুজোর কাউন্টডাউন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর জোর প্রস্তুতি চলছে প্রতিটা ক্লাবে, প্রতিটা প্যান্ডেলে। আর এরকমই জোর প্রস্তুতিতে লেগে পড়েছে বেহালা মুকুল সংঘ। ‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত হয়েছিল বেহালা মুকুল সংঘ। সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সদস্য পার্থ মিত্র এবং ক্লাবের পুজোর প্রতিমা শিল্পী অভীক পাল

এই বছর ৫৯তম বর্ষে পড়তে চলেছে বেহালা মুকুল সংঘের দুর্গাপুজো। আর এই বছর তাদের থিম ‘সৃষ্টি’। বাঁশ থেকে কত কিছু অভিনব সৃষ্টি বেরোয় তা তাদের থিমে দেখা যাবে।এই বছর তৃতীয়াতে বেহালা মুকুল সংঘের পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে। আর পুজোর চারদিনই হতে চলেছে ভোগের আয়োজন।

তাহলে সৃষ্টির জাদু দেখতে আসতেই হচ্ছে বেহালা মুকুল সংঘে। দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রো ধরে নামতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। সেখান থেকে বেহালা যাওয়ার কোনও বাস বা অটো ধরে নামতে হবে বেহালা থানায়। সেখান থেকে কিছুটা হাটলেই পৌছে যাবেন বেহালা মুকুল সংঘ ক্লাবের পুজোমন্ডপে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...