বেহালা মিলন মন্দির | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

শহর কলকাতা, একসময় ব্রিটিশ সাম্রাজ্যে যা ছিল ভারতের রাজধানি, ১২ই ডিসেম্বর ১৯১১ সালে রাজধাণী দিল্লীতে স্থানান্তরিত হলেও আজও কোথাও না কোথাও দেখা মেলে বৃটিশ রাজের বেশ কিছু দৃষ্টান্ত। যথা- মহাকরণ, রাজভবন, কলকাতা জিপিও, ইন্ডিয়ান মিউজিয়াম, ইত্যাদি। কিন্ত এ তো কেবল দৃষ্টান্ত মাত্র। এই কটা জিনিসের ভিত্তিতে পুরাতন কলকাতার ছবিটা পরিস্কার ভাবে অঙ্কন করা সম্ভব নয় বর্তমান প্রজন্মের।

তাই বর্তমান প্রজন্মের সামনে সেই পুরোনো কলকাতার ছবি পুনরায় তুলে ধরতে এগিয়ে এল বেহালা মিলন মন্দির দুর্গোৎসব কমিটির সদস্যরা। শিল্পী অনুপম মিস্ত্রীঅমিত নষ্করের ভাবনায় সেজে উঠছে তাদের থিম “পুরোনো স্মৃতির পাতা থেকে”।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে এমনটাই জানালেন ক্লাবের সাধারণ সদস্য সঞ্জয় মুখার্জী। শুধু তিনিই নন, উপস্থিত ছিলেন দুই শিল্পীও। ৮০ বছরের পুজো হলেও, ৫ বছর হল তারা থিম পুজোয় প্রবেশ করেছেন। তবে প্রতিমা সেই ৮০ বছর পূর্বের সাবেকি রূপেই বিরাজমান। শিল্পী কালাচাঁদ রুদ্র পালের তুলির টানে ফুটে উঠবে মায়ের মৃণময়ী রূপ।

তৃতীয়ায় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ মাধ্যমে শুভ উদ্বোধন হবে তাদের দুর্গা পূজার। প্রতিবছর ষষ্ঠী থেকে দশমী, পাঁচদিন ব্যাপি চলে মাহাভোজের আয়োজন। যা থেক বাদ পড়ে না কোনও দর্শনার্থী। দশমী বা একাদশী তে সিদুঁর খেলার মধ্যে দিয়ে, উমা আবার ফিরে যান তাঁর শ্বশুর বাড়ি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...