বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ - ছোটবেলায় এই বিষয় নিয়ে রচনা প্রায়ই আসত পরীক্ষার সময়। কিন্তু এই অত্যাধুনিক যুগে কি সত্যিই আমাদের সভ্যতা একেবারে যন্ত্রনির্ভর হয়ে উঠেছে, নাকি তা হয়ে উঠেছে যন্ত্রণার কারণ? - সেই ভাবনা এবারের পুজোয় তুলে ধরতে চলেছে বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ।
‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছিল বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ। সঞ্চালক সিঞ্চিতার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সম্পাদক রবীন মন্ডল ও সঞ্জীব গায়েন এবং ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক অর্নব রায়।
এই বছর তাদের পুজো ১৩তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আর প্রতি বছরের মত এ বছরও তাদের পুজো হতে চলেছে থিমের পুজো। এবছর তাদের থিমের নাম ‘যন্ত্র না যন্ত্রণা’। এই বিষয়ে বেশি কিছু বলা যাবে না কারণ বিশেষ একটি চমক দর্শনার্থীদের জন্য তৈরি রেখেছে বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ ক্লাব। আর যদি আসি ভোগের কথায়, তাহলে সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোগের ব্যবস্থা করতে চলেছে এই ক্লাব। বিশেষত দুঃস্থ পরিবারদের মুখে অন্ন তুলে দেওয়ার প্রয়াস হিসেবেই পুজোর তিনদিন ভোগের এই ব্যবস্থা।
তাহলে ‘যন্ত্র না যন্ত্রনা’-এর এই অভিনব ভাবনা দেখতে আসতেই হবে বেহালা বুড়ো শিবতলা জনকল্যণ সংঘে। দমদম কিংবা কবি সুভাষগামী যে কোনো মেট্রোয় উঠে নামতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। সেখান থেকে নিউ আলিপুরগামী কোনও বাস ধরে নামতে হবে নিউ আলিপুর পেট্রোল পাম্প, সেখান থেকে বুড়োশিবতলার অটোয়ে উঠে পৌঁছে যান এই মন্ডপে।