বেহালা আদর্শপল্লি সার্বজনীন দুর্গোত্সব কমিটি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল শান্তি| হাতে প্রচুর অর্থ কিংবা শরীরে অনেক বল থাকলেও মানসিক শান্তি যদি না থাকে তাহলে জীবনটাই কেমন যেন তেতো হয়ে যায়| আর সেই শান্তির বার্তা থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছে বেহালা আদর্শপল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটি| ‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাষ্টুডিওতে উপস্থিত হয়েছিল বেহালা আদর্শপল্লি সার্বজনীন দুর্গোত্সব কমিটি| সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের দুই সহ সম্পাদক সায়ন্তন ঘোষ এবং শুভঙ্কর বণিক|

এই বছর বেহালা আদর্শপল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ৬২তম বর্ষে পদার্পণ করতে চলেছে| বেহালায় আজ অসংখ্য থিম পুজো রয়েছে তা বলাই যায়| কিন্তু এই থিমের আদিকর্তা কিন্তু এই বেহালা আদর্শপল্লিকে বলা যেতেই পারে| ১৯৮৮ সালে প্রথম তারা থিম পুজো শুরু করে| এই বছর তাদের থিমের নাম ‘শান্তি’| এই বছর এই কমিটির পুজো উদ্বোধন হতে চলেছে তৃতীয়ার দিন| সেই দিন দুঃস্থ শিশুদের নতুন বস্ত্র বিতরণ করা হবে| এছাড়াও পঞ্চমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই কমিটির তরফ থেকে| আর অষ্টমীতে পাড়ার সকলকে, এমনকি সাধারণ দর্শনার্থীদের জন্যও ভোগের ব্যবস্থা থাকবে| বেহালা আদর্শপল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় আসতে গেলে দমদম কিংবা কবি সুভাষগামী কোনো মেট্রোয় উঠে নামতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে| সেখান থেকে বেহালাগামী কোনো অটো ধরে নামবেন রায় বাহাদুর রোডের নিকট এই পুজো মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...