যারা পেশা হিসাবে শিক্ষকতা করতে চায়, তাঁদের জন্য সুখবর, আগামী বছর থেকে চার বছরের একটি স্নাতক পাঠ্যক্রম চালু করতে চলেছে কেন্দ্র| ছাত্র-ছাত্রীরা চাইলে উচ্চ মাধ্যমিকের পরে কলা, বাণিজ্য বা বিজ্ঞান শাখার যে কোনো একটি শাখায় শিক্ষকতাকে (বিএড) বিষয় হিসেবে বেছে নিয়ে স্নাতক পাঠ্যক্রম পড়তে পারবে| ওই পাঠ্যক্রম শেষ হলে সংশ্লিষ্ট শাখায়ে শিক্ষকতা করার জন্য যোগ্যতাসম্পন্ন হবেন তাঁরা| আগামী দিনে শিক্ষকতা ক্ষেত্রে বিশেষ ক্যাডার গঠনের লক্ষ্যেই ওই সিন্ধান্ত নিয়েছে কেন্দ্র|
শিক্ষক প্রশিক্ষনের ক্ষেত্রে দীর্ঘ দিন ধরেই সংস্কারের দাবি ছিল| সেইমতো, লোকসভায় ‘ন্যাশনাল কাউন্সিল অব টিচার্স এডুকেশন (সংশোধনী) বিল, ২০১৭’ নিয়ে আলোচনার জবাব দিতে গিয়ে শিক্ষক প্রশিক্ষনের জন্য নতুন পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর|