তিন মিনিটের যত্ন

একটি মানুষের শরীরের সৌন্দর্য্য প্রকাশের অন্যতম জায়গা হলো তার মুখ| কারোর দিকে তাকালে কিন্তু তার মুখের দিকেই প্রথম নজর পড়ে| সেই জন্য মানুষ তার শরীরের খেয়াল না রাখলেও মুখের রূপচর্চা করতে কখনই ভোলে না| আর তাই সেই মুখের ত্বককে জেল্লাদার করে তুলতে গেলে বেশ খাটনি খাটতেই হয় তার পিছনে|  দামী দামী প্রসাধনী দ্রব্য ব্যবহার করা শুরু করে নিয়ম করে পার্লারে যাওয়া একেবারে রুটিন হয়ে দাড়িয়েছে| কিন্তু, ত্বকের যত্ন না করলেও তো আবার মুশকিল| ধীরে ধীরে বুড়িয়ে যেতে শুরু করবে ত্বক| দেখা দেবে বলিরেখা| বয়সের ছাপ পড়বে চোখে মুখে|

কিন্তু, সেই রোজকার রুটিন মেনে অফিস যাওয়া তারপর একেবারে কাহিল হয়ে বাড়ি ফেরা| মাঝে আর রূপচর্চার সময় কোথায়? হাতে থাকে শুধু রবিবার| আর সারা সপ্তাহের পর একটি মাত্র পড়ে পাওয়া ১৪ আনা একটা রবিবার| তাও ঠিক আছে কষ্টে সৃষ্টে চলেই গেলেন নাহয় পার্লারে| কিন্তু সারা সপ্তাহের ধুলোবালি যে ত্বকের ক্ষতি করছে তার কি হবে?

সারাদিন কাজের পর মাত্র ৩ মিনিট তো আপনি নিশ্চয়ই দিতেই পারবেন আপনার ত্বককে| আজ আমরা সেই তিন মিনিটে উজ্জ্বল ত্বক পাওয়ার রহস্য আপনার সাথে শেয়ার করব| প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এই তিন মিনিট আপনি আপনার ত্বককে দেন তাহলে ত্বকও কিন্তু আপনাকে ধন্যবাদই জানাবে| এর জন্য আপনার যেসব সামগ্রী লাগবে তা হলো, গোলাপ জল, জাফরান, অ্যালোভেরা জেল, গরম জল এবং মধু|  প্রথমেই গোলাপ জলে পরিমানমত জাফরান ভিজিয়ে রাখুন| যত বেশি সময় ভেজাতে পারবেন ততই ভালো| জাফরান থেকে রং পুরোপুরি ছেড়ে দিলে এর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি তুলোর সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন| সম্পূর্ণ শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন| এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন| আর একটি গ্লাসে গরম জলে এক চিমটে জাফরান ও এক চামচ মধু মিশিয়ে খেয়ে শুতে চলে যান| সকালে উঠে পেয়ে যাবেন উজ্জ্বল ও প্রানবন্ত ত্বক|

বহুযুগ আগে থেকেই রূপচর্চার ক্ষেত্রে জাফরানের ব্যবহার চলে আসছে| এই জাফরান ত্বকের বলিরেখা কমানো এবং কালো ছোপ দূর করার কাজে কার্যকরী|আর এই জাফরান মধুর সাথে মিশিয়ে খেলে এটি ত্বকের ভিতরে প্রবেশ করে ভিতর থেকে ত্বককে জেল্লাদার করে তোলে| এছাড়াও ত্বককে টানটান করতে অ্যালোভেরা জেলের ভূমিকাও বলার মতো| এছাড়া রয়েছে গোলাপ জল, এটিও বহুযুগ আগে থেকে রূপচর্চার প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে| এই তিনটি জিনিসের থেকে পাওয়া তিন মিনিটের যত্ন যে আপনাকে সুন্দর, স্বাস্থ্যজ্বল ত্বক উপহার দেবে তা আর বলার অপেক্ষা রাখে না| তাই কাজের শেষে নিজের ত্বককে দিন মাত্র তিন মিনিটের যত্ন......        

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...