বিউটি অ্যাপ ও তার ব্যবহার

অতীত থেকে বর্তমান কাল সৌন্দর্য সর্বত্র পূজিত হয়ে আসছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য ও কৃত্রিম সৌন্দর্যের মধ্যে বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। সম্প্রতি রূপের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে বহু পদ্ধতি অবলম্বন করতে দেখা যায়। এর মধ্যে বিশেষ ভাবে উল্ল্যেখযোগ্য হল নিজের মুখমন্ডলের বর্ণের রঙ বদলানো। এমন মনে করা হয় যেন ফর্সা বর্ণের মানুষ হওয়া মানেই সে প্রকৃত সুন্দর, বর্তমানে এই রকমই চিন্তাভাবনা চারিদিকে। যেহেতু সেলেবদের থেকে ইন্সপায়ার হয়ে সাধারণ মানুষ নিজেদেরও সেই একই ভাবে সজ্জিত করতে চায়, সেক্ষেত্রে সেলেবদের মতন সাধারণ মানুষের পক্ষে বহু টাকা খরচ করে ফেয়ারনেস ট্রিটমেন্ট করানো সম্ভব হয়ে ওঠে না। এই কথা মাথায় রেখে সৌন্দর্য বৃদ্ধির জন্য বাজারে বিক্রি করা হয় বিভিন্ন ফেয়ারনেস ক্রিম। যা বহুমানুষই কিনে নিত্য ব্যবহার করে থাকে। কিন্তু সারাদিন কাজ-কর্মের পর এই ক্রিমের ঔজ্জ্বল্য থাকে না, আর আল্প সময়ে এবং কম খরচে ছবির মত নিজেকে সুন্দর দেখানো সহজ হয় না। এক্ষেত্রে স্মার্ট ফোন এর বিউটি অ্যাপ গুলি উপযোগী

 নিত্য নতুন ফিচার যুক্ত স্মার্ট ফোনে এই জন্য নানান নতুন নতুন অ্যাপ পাওয়া যায়। যা বর্তমান যুগের স্লিম-ফেয়ার লুক এর ন্যায় যে কোনো মানুষকে এডিটিং এর মাধ্যমে বদলে দিতে পারে। সুন্দরী দেখাতেই হবে এই ধারণা থেকেই স্মার্ট ফোন এর ভালো ক্যামেরা, ভালো ফিচার, অত্যাধুনিক বিউটি এডিটিং অ্যাপ যা বিভিন্ন ভাবে কাউকে সুন্দর করতে পারে। যেমন – বিউটি প্লাস, ইউ-ক্যাম পারফেক্ট, বিউটি ক্যামেরা, মেকআপ প্লাস প্রভৃতি ।

 এর ফিচার গুলি হল – 

  • মুখের রঙ বদলে শ্যাম বর্ণ থেকে ফর্সা করা ।
  • মুখের যে কোনো রকমের দাগ ঢেকে দেওয়া ।
  • নাক, চোখ, ঠোঁট প্রভৃতির আকৃতি সহজেই বদলে ফেলা  ।
  • চুলের রঙ, স্টাইল বদলে নেওয়া ।
  • নিজের দেহের উচ্চতা বৃদ্ধি করা ।
  • স্লিম হওয়া।
  • কৃত্রিম ভাবে মুখমন্ডলে মেক আপ করে সৌন্দর্য বৃদ্ধি করা ।

প্রভৃতি  বিষয়গুলি বর্তমানে সাধারণ মানুষের চাহিদার মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। মানুষ এই অ্যাপ গুলি নিজের স্কিনটোন লাইট করার উদ্দেশ্যে বিশেষ ভাবে ব্যবহার করে থাকে। এই ট্রেন্ডসটা সর্বত্র লক্ষণীয়। যদিও আমরা জানি আমাদের দেশ এশিয়া মহাদেশের অন্তর্গত হওয়ার কারণে প্রায় বেশির ভাগ মানুষের স্কিন টোন ডার্ক হয়ে থাকে। গায়ের রঙের জন্য পূর্বে সারা বিশ্বে নানা বিপ্লবের ইতিহাস সকলেরই কম-বেশি জানা আছে। এই বিউটি অ্যাপ গুলির চাহিদা যেভাবে বৃদ্ধি পেয়েছে তা দেখে মনে হয় লাইট স্কিন টোনই বেশি গ্ৰহণযোগ্য।

তবে একবিংশ শতকে দাঁড়িয়ে এই বিউটি অ্যাপ গুলি নানা ভাবে মানুষকে সাহায্য করছে। যেমন চট জলদি মেকওভার এর ক্ষেত্রে এই বিউটি অ্যাপগুলি খুবই উপকারী সাধারণ মানুষের জন্য। শুধুমাত্র মহিলারাই নয় পুরুষরাও এই অ্যাপ ব্যবহার করে থাকে। বিভিন্ন বয়স এর মানুষ এর দ্বারা উপকৃত বলে জানা যায়। কোনো রকম সার্জারী, পার্লার, পয়সা খরচ ও সময় নষ্ট ছাড়াই এই  বিঊটি অ্যাপ গুলি মানুষের আধুনিক জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এর ব্যবহার করে থাকে কিশোরকিশোরী থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সকলেই। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...