হয়ে গেল দীঘার বিচ ফেস্টিভ্যাল। সোমবার এই ফেস্টিভ্যালে আসা পর্যটকদের ভিড় নজর কাড়ল ঢাক বাজানোর প্রতিযোগিতা। তা দেখতে পর্যটকদের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাও ভিড় জমালেন। সি ফিশ ফেস্টিভ্যালের স্টলেও পর্যটকদের ভিড় ছিল উপচে পড়ে। দীঘা সৈকতাবাসে লজ প্রাঙ্গনে দীঘা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স এসোসিয়েশন আয়োজিত সি ফিশ ফেস্টিভ্যালের স্টলে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে এসে সি ফিশ ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন অনেকেই। তার সঙ্গে বহু রকমের সামুদ্রিক মাছের প্রদর্শনীও রয়েছে। এসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, দীঘায় বেড়াতে আসা পর্যটকেরা এই সিফিশ ফেস্টিভ্যালে যোগ দিতে পেরে খুবই খুশি।
বাংলার চিরন্তন ঢাকের মিঠে বোলে মুখরিত হয়ে ওঠে দীঘার আকাশ, বাতাস। গত বছর বিচ ফেস্টিভ্যালে মহিলাদের শঙ্খ বাদনের মধুর শব্দে মুখরিত হয়ে উঠেছিল দীঘার সৈকত, শঙ্খবাদন প্রতিযোগীতার আয়োজন গতবার তুমুল সাড়া ফেলেছিল। সৈকতে একসঙ্গে সমস্বরে সহস্রাধিক মহিলার শঙ্খবাদন ছিল বিশ্বের মধ্যে প্রথম, যা গিনেস বুকে নাম তোলার জন্য এক ধাপ এগিয়ে দিয়েছিল দীঘাকে। এবার ঠিক তেমনিভাবেই ঢাকের আওয়াজ সকলের মন উদ্বেলিত করেছিল। জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজনে পূর্ব মেদিনীপুর সহ অন্যান্য জেলা থেকে আসা ঢাকিরা বিভিন্ন দলে ভাগ হয়ে ঢাক বাজানোর এই প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করেন। তারপর সফল হওয়া দলগুলিকে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে জেলা প্রশাসন ও তাজপুর সিকোস্ট হোটেলিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে তাজপুর সৈকতে বিচ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলা ও ওড়িশার ভলিবল দলগুলি অংশগ্রহন করে। অন্যদিকে মন্দারমনির সৈকতে বিচ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষদের পাঁচ কিলোমিটার ও মহিলাদের তিন কিলোমিটার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বাংলা ও ওড়িশার ভলিবল দলগুলি অংশগ্ৰহণ করে। সেখানে বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশগ্ৰহণ করেন। সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে জেলাশাসক রশ্মি কমল, জেলা পুলিশ সুপার ভি সলোমন, রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য বিশ্বজিৎ মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ব্লু-ভিউ ঘাট পার্শ্বস্থ মাঠে বসে আঁকো প্রতিযোগীতায় এলাকার ৭০ জন কচিকাঁচা প্রতিযোগী অংশগ্ৰহণ করে। প্র্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির ছিলেন রামনগর-এর বিডিও আশীষ রায়, জয়েন্ট বিডিও মহিতোষ মহাপাত্র প্রমুখ। এছাড়া ব্লু ভিউ পার্শ্বস্থ মাঠে আয়োজিত পরিবেশ মেলায় সচেতনতা বিষয়ক নানা কর্মসূচী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।